টুকরো খবর
বিজয় মিছিল থেকে মারধর
তৃণমূলের বিজয় মিছিল থেকে এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল। রবিবার রাতে নন্দীগ্রামের চৌরঙ্গী বাজারে ঘটনাটি ঘটে। সামিউর রহমান নামে ওই কংগ্রেস কর্মী কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের নিবার্চিত সদস্য দৌলতুন্নেসা বেগমের স্বামী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন চৌরঙ্গী বাজারে বসে চা খাচ্ছিলেন সামিউর রহমান। সেই সময় বাজারের পাশ দিয়ে তৃণমূলের বিজয় মিছিল যাওয়ার সময় তৃণমূল কর্মীরা তাঁকে আচমকা ধাক্কাধাক্কি করে ফেলে দেয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় আট জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের হয়েছে।

খেজুরিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ
পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সর্বত্র। কোথাও কোথাও মারামারি হচ্ছে গোষ্ঠীগুলির মধ্যে। রবিবার খেজুরি-১ ব্লকের টিকাশি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, খেজুরি ব্লক তৃণমূল সভাপতি সত্যরঞ্জন বেরা টিকাশি পঞ্চায়েতের প্রধান হিসাবে মহামায়া গোলকে সমর্থন করার জন্য হুইপ জারি করেছিলেন। কিন্তু পঞ্চায়েতে নির্বাচিত তৃণমূল সদস্যরা মহামায়াদেবীর বদলে ছন্দারানি দাসকে প্রধান নির্বাচন করেন। যিনি অঞ্চল সভাপতি স্বপন দাসের ঘনিষ্ঠ বলে খবর। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়ে যায়। সত্যরঞ্জন বেরার অনুগামীরা দুই পঞ্চায়েত সদস্য কনিকা শিট ও পঞ্চানন পাত্রকে মারধর ও হেনস্থা করেন বলে অভিযোগ। এ ছাড়াও স্বপনবাবুর বাড়ি ও দোকান ভাঙচুর করে লুঠপাট চালায়। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে স্বপন দাসের অনুগামীরা আবার তল্লাবাজারে হেঁড়িয়া-বোগা রাস্তা অবরোধ করেন।

বিডিওকে মারধরে গ্রেফতার আরও ৩
পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিডিওকে মারধরের ঘটনায় গ্রেফতার হলেন আরও তিন সিপিএম কর্মী। রবিবার রাতে শক্তিপদ রায়, পিন্টু রায়, শিবশঙ্কর দাস মহাপাত্র নামে ওই তিন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। তাঁদের বাড়ি পটাশপুর ২ ব্লকের উত্তর খাড় গ্রামে। ধৃতদের সোমবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অসুস্থ পটাশপুর ২ ব্লকের বিডিও ত্রিদিব সরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত, ১৭ অগস্ট পটাশপুর ২ ব্লকের খাড় পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিডিও ঘটনাস্থলে যান। অভিযোগ সেই সময় তিনি সিপিএম কর্মীদের হাতে প্রহৃত হন। ওই ঘটনায় শনিবার পুলিশ দুই সিপিএম কর্মীকে ধরেছিল।

পুরনো খবর:
ধাবায় বচসা, গুলিবিদ্ধ যুবক
ধাবায় খেতে গিয়ে বচসা বেধেছিল বন্ধুদের মধ্যে। তার জেরে গুলিবিদ্ধ হলেন এক যুবক। সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে এক ধাবায় ঘটনাটি ঘটে। যুবকের নাম শুভজিৎ ভট্টাচার্য। বাড়ি পাঁশকুড়ার নারান্দা এলাকায়। তাঁকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, পেশায় গাড়িচালক ওই যুবক পাঁচ-ছ’জন বন্ধুর সঙ্গে মেচগ্রামের কাছে ওই ধাবায় খেতে গিয়েছিলেন। বচসা বাধলে এক সঙ্গী শুভজিতকে লক্ষ করে গুলি চালায়। শুভজিতের দাবি, “আচমকা একজন গুলি চালায়। আমি তাকে চিনি না।” পুলিশ ধাবাটি ‘সিল’ করে দিয়েছে। এসপি সুকেশ কুমার জৈন বলেন, “অভিযুক্তদের ধরতে তদন্ত চলছে।”

লালগড়ে রবীন্দ্রমূর্তি

লালগড় ব্লক সদরে এই প্রথম বসছে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি। আগামী ২৮ অগস্ট ‘সুস্বন’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে মহাদেব চকে মূতির্টির আবরণ উন্মোচন করবেন মেদিনীপুরের বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিপ্লব মাজি। লালগড়ের শিল্পী লক্ষ্মীনাথ চৌধুরী সাদা সিমেন্ট দিয়ে মূর্তিটি তৈরি করেছেন। সুস্বনের প্রধান সম্পাদক পঙ্কজকুমার মণ্ডল বলেন, “লালগড় ব্লক সদরে কোনও মনীষীরই মূর্তি নেই। রবীন্দ্রনাথের মূর্তি স্থাপন করে আমরা সেই অভাব কিছুটা পূরণ করার চেষ্টা করছি।”

খেজুরিকে ফুটবলে হারাল নন্দীগ্রাম
খেজুরি থানার কলাগেছিয়া ইউনাইটেড স্পোর্টস অ্যান্ড কালাচারাল সেন্টার পরিচালিত ‘ইউনাইটেড কাপ ২০১৩’ ফুটবল প্রতিযোগিতায় নন্দীগ্রামের গাংড়া মিলন সঙ্ঘ বিজয়ী হল। রবিবার কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠ মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তারা খেজুরি বানীমঞ্চ লিটল স্টারকে ৬-১ গোলে পরাজিত করে।

জয়ী কুমুদকুমারী

ঝাড়গ্রামে ফুটবল
অনুর্ধ্ব ১৬ বছর বয়সী স্কুল পড়ুয়াদের নিয়ে ইন্টার স্কুল জুনিয়ার সুপার কাপ নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাহল সোমবার। ঝাড়গ্রাম শহরের কুমুদকুমারী মাঠে ফাইনাল খেলায় পুকুরিয়া প্রণবানন্দ বিদ্যমন্দিরকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় কুমুদকুমারী ইনস্টিটিউশন।

গাঁজা-সহ ধৃত দুই
সোমবার সকালে ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে দু’কিলোগ্রাম গাঁজা-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শেখ আমিদ মল্লিক ও সেখ শাহজাহান। বাড়ি পাঁশকুড়া থানার রানিহাটি গ্রামে। ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.