টুকরো খবর |
ক্ষতবিক্ষত দেহ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জনগণের কমিটির এক প্রাক্তন সদস্যের ক্ষতবিক্ষত দেহ মিলল ডোবায়। শনিবার ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রামের কাছে দেহটি উদ্ধার হয়। নিহত হেমন্ত মাহাতোর (৩৫) বাড়ি ঝাড়গ্রামের ছোট লোধাশুলি গ্রামে। বর্তমানে তিনি ঝাড়গ্রাম শহরে সপরিবারে থাকতেন। পুলিশের দাবি, রাষ্ট্রদ্রোহ, খুন, অপহরণ, ও বেআইনি অস্ত্র রাখার তিনটি মামলায় তিনি অভিযুক্ত। গত বছর জানুয়ারিতে তাঁকে ধরা হলেও মাস চারেক পরে শর্তাধীন জামিনে ছাড়া পান। শনিবার নিহতের স্ত্রী সোমা মাহাতো ঝাড়গ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন।
|
‘নিগৃহীত’ বিডিও
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রহৃত হলেন এক বিডিও। অভিযুক্ত সিপিএম। শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ওই বিডিও ত্রিদিব সরকে এগরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। সিপিএম নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “অভিযুক্তদের ধরতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
|
আইন রক্ষায় |
|
তমলুকের হলধরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে ঝামেলার জেরে সিপিএম
কর্মী-সমর্থকদের পথ অবরোধ হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের আস্তাড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি চার্জ। ছবি: পার্থপ্রতিম দাস |
|
|