|
|
|
|
দুর্যোগে দেওয়াল ধসে মৃত দম্পতি
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ঝড়-বৃষ্টির মধ্যে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। অল্পের জন্য বেঁচে গিয়েছে তাঁদের একমাত্র কন্যাসন্তান। বয়স মাত্র দশ মাস। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের সাঁজোয়ালে। মৃতেরা হলেন বাপ্পা সিংহ (২৪) এবং মমতা সিংহ (২০)। বাপ্পা শ্রমিকের কাজ করতেন। বছর দুয়েক আগে তাঁর বিয়ে হয়। এ দিন সকালেই সাঁজোয়াল পৌঁছন স্থানীয় কাউন্সিলর তথা প্রাক্তন উপপুরপ্রধান তুষার চৌধুরী। তিনি বলেন, “ভোররাতে কখন মাটির বাড়ি ধসে পড়েছে, কেউ জানেন না। সকালে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন।” |
জলমগ্ন শ্রাবণী মেলা প্রাঙ্গণ। মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে। —নিজস্ব চিত্র। |
রবিবার থেকে টানা বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। কিছু এলাকায় জল জমেছে, মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মেদিনীপুরে বৃষ্টি হয়েছে ৬৫.২ মিলিমিটার। সবংয়ে ২০৭ মিলিমিটার। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন সিংহ দম্পতি। ভোররাতে আচমকাই মাটির বাড়ি ধসে পড়ে। এলাকাটি তেমন ঘিঞ্জি নয়। তাই রাতে দুর্ঘটনার খবর জানাজানি হয়নি। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয়রা দেখেন, খড়ের চালের বাড়িটি ভেঙে গিয়েছে। পড়ে রয়েছে দম্পতির নিথর দেহ। তবে বেঁচে ছিল শিশুটি। কিছু দূরে অন্য বাড়িতে থাকেন বাপ্পার বাবা। বাবা-মা হারা শিশু এখন দাদুর কাছেই রয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ এলাকায় পৌঁছন স্থানীয় কাউন্সিলর। আসে পুলিশও। স্থানীয় এক বাসিন্দার আক্ষেপ, “ঘটনার পরপরই যদি স্থানীয়রা খবর পেতেন, তাহলে দ্রুত উদ্ধারকাজ শুরু হত। ওঁরা হয়তো বেঁচে যেতেন।” |
|
|
|
|
|