|
|
|
|
বকেয়া কর আদায়ে পুর-নোটিস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বকেয়া কর আদায়ে তৎপর হল মেদিনীপুর পুরসভা। বকেয়া ‘হোল্ডিং ট্যাক্স’ দ্রুত মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সোমবারই ৭০ জন বাড়ির মালিকের কাছে নোটিস পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কর মিটিয়ে দেওয়া না হলে সংশ্লিষ্ট বাড়ি মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে পুরসভা সূত্রে খবর। মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) তথা মেদিনীপুর পুরসভার প্রশাসক অমিতাভ দত্ত বলেন, “বেশ কিছু বাড়ির মালিক দীর্ঘদিন ধরে ট্যাক্স বকেয়া রেখেছেন। তাঁদের সকলের কাছেই নোটিস পাঠানো হবে।”
ক’দিন আগে পুরসভায় এক বৈঠক হয়। সেখানে অনাদায়ী কর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পুরসভার আধিকারিকেরা। তাঁদের মতে, দীর্ঘদিন বাড়ির কর অনাদায়ী থাকলে পুরসভারই ক্ষতি। কর থেকে যে টাকা আসে, তা তো পুর-পরিষেবার কাজেও ব্যবহৃত হয়। ফলে, পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ে। পুরসভা সূত্রে খবর, মেদিনীপুর শহরে প্রায় ৩৫ হাজার বাড়ি রয়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার বাড়ির মালিক সময় মতোই কর জমা দিয়ে দেন। কিন্তু, প্রায় ৫ হাজার বাড়ির মালিক কর দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করেন। এঁদের চিহ্নিতও করা হয়েছে। পুরসভার এক আধিকারিকের বক্তব্য, “শুরুতে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের কাছে নোটিস পাঠিয়ে বকেয়া কর মিটিয়ে দেওয়ার আবেদন জানানো হচ্ছে। আশা করছি, বাড়ির মালিকেরা আবেদনে সাড়া দেবেন। না হলে পরবর্তীকালে কড়া পদক্ষেপ করা হবে।” প্রায় ৫ হাজার বাড়ির বকেয়া ট্যাক্স মিটিয়ে দেওয়া হলে পুর-কোষাগারে প্রায় ৭০ লক্ষ টাকা আসবে বলে পুরসভা সূত্রে খবর। |
|
|
|
|
|