টুকরো খবর |
প্রতারণায় ধৃতের জেলহাজত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
প্রতারণার অভিযোগে ধৃত ব্যক্তিকে জেল হেফাজতে পাঠাল আদালত। রবীন্দ্রনাথ ভুঁইয়া নামে ওই ব্যক্তিকে সোমবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ২১ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। রবিবার গ্রেফতার হন রবীন্দ্রনাথ। তিনি কেন্দ্রীয় সরকারের ‘ভিজিল্যান্স অফিসার’ পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে কয়েকজনের কাছে টাকা চেয়েছিলেন। তাঁর বাড়ি ডেবরায়। স্থানীয়দের সন্দেহ হয়েছিল, ওই ব্যক্তি ভিজিল্যান্স অফিসার নন। ভুয়ো পরিচয়ে টাকা আদায়ের চেষ্টা করছেন। রবিবার প্রতারিত কয়েকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। স্থানীয়রা পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ধৃতের সঙ্গে কোনও দুষ্টচক্রের যোগ রয়েছে কি না, তদন্তে তাও খতিয়ে দেখা হচ্ছে।
|
জাতীয় পতাকা অবমাননায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • দাঁতন
|
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বেলদা থানার ভালুখার গ্রামের বাসিন্দা হরিপদ রানাকে রবিবার রাতে পুলিশ গ্রেফতার করে। সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, হরিপদ দাঁতন থানার কৃষ্ণপুর গ্রামে অন্য তিন জনের সঙ্গে একটি গাড়ি মেরামতির দোকান চালান। অভিযোগ, স্বাধীনতা দিবসের দিন তাঁদের দোকানে জাতীয় পতাকা উল্টো করে টাঙানো ছিল। স্থানীয় বাসিন্দারা তা দেখে আপত্তি করলেও তাঁরা গ্রাহ্য করেননি। পরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিজেই একটি মামলা দায়ের করে। ওই দোকানের অন্য তিন জন পলাতক।
|
পড়ুয়াদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ড কংগ্রেসের সম্মেলন হয়েছে রবিবার। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিক কৃষ্ণা দেবনাথ। সম্মেলন থেকে রবিদাস রায় ওয়ার্ড কংগ্রেসের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। পাশাপাশি, এক সংবর্ধনা সভারও আয়োজন করা হয়েছিল। মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের ৩৯ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়। ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ১১ জন বিশিষ্ট মানুষকে সংবর্ধিত করা হয়। সঙ্গে ১৯ জন দু:স্থ- মেধাবী ছাত্রছাত্রীকে পাঠ্য সামগ্রী প্রদান করা হয়। সভাটি পরিচালনা করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তীর্থঙ্কর ভকত। |
|