টুকরো খবর |
পুলিশি প্রহরায় বোর্ড গঠনে পঞ্চায়েত সদস্য
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েতে বোর্ড গঠনের আগের দিন মেদিনীপুর সিজেএম আদালতের নির্দেশে পুলিশি প্রহরায় বোর্ড গঠনে যোগ দেবেন এক সদ্য নির্বাচিত কংগ্রেস সদস্য। সোমবার পঞ্চায়েতে বোর্ড গঠন। তার আগে শনিবার শ্লীলতাহানির পুরনো একটি মামলায় খড়্গপুর ১ ব্লকের খেলাড় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস সদস্য হরিপদ সিংহকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।
খেলাড় পঞ্চায়েতে মোট ১৩টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৬টি আসন। কংগ্রেস ৩টি, সিপিএম ১টি এবং নির্দল ৩টি আসন পেয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, সব বিরোধী শক্তি এক হলে এবং তার পাশে নির্দলরা থাকলে বোর্ড গঠনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তৃণমূলকে। এই আশঙ্কা থেকেই পুলিশকে চাপ দিয়ে সদ্য নির্বাচিত কংগ্রেস সদস্যকে গ্রেফতার করায় তৃণমূল। পুলিশ অভিযোগ উড়িয়ে দিয়ে বলে, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় কংগ্রেস কর্মী সমর্থকেরা খড়্গপুর লোকাল থানায় বিক্ষোভ দেখান। রবিবার অভিযুক্তপক্ষের আইনজীবী বোর্ড গঠনের বিষয়টি আদালতের নজরে আনেন। তিনি আবেদন করেন, ওই সদস্য যাতে বোর্ড গঠনে যোগ দিতে পারেন, তার ব্যবস্থা হোক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে, সোমবার পুলিশি প্রহরায় এই পঞ্চায়েত সদস্য বোর্ড গঠনে যোগ দেবেন।
|
বৃত্তি প্রদান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান হল রবিবার। মেদিনীপুর শহরের ফেডারেশন হলে এই অনুষ্ঠান হয়। দুই মেদিনীপুর জেলার ৪২ জন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়। সঙ্গে একাদশ শ্রেণির কিছু পড়ুয়াকে পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী দেওয়া হয়।
|
ফুটবল টুর্নামেন্ট |
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
‘দ্য টেলিগ্রাফে’র উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হল পশ্চিম মেদিনীপুর জেলায়। ১৬টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। সিনিয়ার বিভাগে সেমি-ফাইনালে উঠেছিল নাড়াজোল মহেন্দ্র অ্যাকাডেমি ও শালবনি হাইস্কুল। অন্য দিকে জুনিয়ার বিভাগে সেমি-ফাইনালে ওঠে দুধকুণ্ডি এসসি হাইস্কুল ও শালবনি হাইস্কুল। দু’টি বিভাগেই ফাইনালে জয়ী হয়েছে শালবনি হাইস্কুল। রবিবার শহরের অরবিন্দ স্টেডিয়ামে খেলা হয়। |
|