গ্রামীণ পুলিশের প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
হাওড়ার গ্রামীণ পুলিশদের প্রশিক্ষণ শুরু হল রবিবার থেকে। উলুবেড়িয়া কালীবাড়ি ময়দানে পনেরো দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। প্রথম পর্যায়ে উলুবেড়িয়া থানায় কর্মরত ১৬ জন গ্রামীণ পুলিশ ও বাউড়িয়া থানায় কর্মরত ১জনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ জুডো কোচ সঞ্চয় তরাই। গ্রামীণ পুলিশ কীভাবে পুলিশকে সাহায্য করতে পারে, সেই প্রশিক্ষণই দেওয়া হবে এখানে। এসডিপিও শ্যামলকুমার সামন্ত বলেন, “যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদের মনোবল বাড়াতেই এই উদ্যোগ।
|
পাঠ্যপুস্তক বিলি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একাদশ-দ্বাদশ ও স্নাতক স্তরের ৮৭ জন পড়ুয়াকে পাঠ্যপুস্তক বিলি করল হাওড়ার ডুমুরজোলার স্বামীজি স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বই বিলি করা হয়। সংস্থার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় জানান, “আর্থিক দিক থেকে দুর্বল ছাত্রছাত্রীদের জন্যই উদ্যোগ।” ছিলেন জাতীয় শিক্ষক তথা বিধায়ক ব্রজমোহন মজুমদার, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ রায়।
|
প্রধান নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
দলীয় নির্দেশ না মেনে কোনরকম নির্বাচন ছাড়াই নিজের পছন্দসই ব্যক্তিকে পঞ্চায়েত প্রধান পদে বসাতে চাইছেন, এই অভিযোগে অধিকাংশ সদস্যই বেঁকে বসেছেন। হুগলির কোদালিয়া-১ নং পঞ্চায়েতের বিক্ষুব্ধ সদস্যদের অভিযোগ, স্থানীয় বিধায়ক যাঁকে প্রধান পদে বসাতে চাইছেন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। |