দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট ও নলহাটি |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শুক্রবার রাতে রামপুরহাটের তিলাই মোড়ের কাছে ৬০ নম্বর রানিগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত আব্দুল কাদিরের (৪৫) বাড়ি মাড়গ্রাম থানার প্রতাপপুর গ্রামে। পুলিশ সূত্রের খবর, আব্দুল কাদিরি কাজ সেরে রামপুরহাট থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দমকল কর্মীরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ দিকে জাতীয় সড়কের বেহাল দশায় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে জখম হলেন সাত যাত্রী। রবিবার দুপুরে ৬০ নম্বর রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কের উপরে নলহাটির চামটিবাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহতেরা রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, বাসটি জঙ্গিপুর থেকে আসানসোল যাচ্ছিল। অন্য দিকে, এ দিন সকালেই গাংনাপুরের ঘাটিগাছায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস ও পাথরবোঝাই একটি লরির সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে।
|
লোক আদালত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
দু’শোরও বেশি মামলার নিষ্পত্তি হল বোলপুরের লোক আদালতে। রবিবার মোট তিনটি বেঞ্চে মামলাগুলি উঠেছিল। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে বলেন, “বিচারক মানস বসু ও অনামিকা দাস, বিচারক পীযূষ ঘোষ ও অনন্যা দালাল এবং বিচারক সঙ্ঘমিত্রা পোদ্দার ও সুতপা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গঠিত তিনটি বেঞ্চে বিভিন্ন ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত প্রায় ২০০টিরও বেশি মামলার নিস্পতি হয়েছে। এই উদ্যোগে বহু মানুষের উপকার হয়েছে।”
|
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে মুরারই থানা এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মোফাসেল হোসেনের (৩৫)। তাঁর বাড়ি মুরারইয়ের বিশোড় গ্রামে। একই ঘটনায় অন্য এক যুবকও আহত হয়েছে। |