নিরাপদ আশ্রয় খুঁজতে প্রায় প্রতি দিনই সীমান্ত পেরিয়ে ইরাকের কুর্দিস্তানে ঢুকছেন হাজার হাজার সিরিয়াবাসী। গত বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৭ হাজার। আর শনিবারে সেই সংখ্যাটাই দাঁড়িয়েছে ১০ হাজারে। অধিকাংশই আসছেন সপরিবার। ২০১১ সালে সিরিয়ায় অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে প্রায় ২ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন অন্য দেশে। তার মধ্যে দেড় লক্ষেরও বেশি চলে গিয়েছেন ইরাকেই। |
কাঁটাতার পেরিয়ে কুর্দিস্তানের পথে সিরিয়াবাসী। ছবি: এএফপি। |
তবে গত কয়েক দিনে যে ভাবে আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়েছে তাতে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ। সিরিয়া ছাড়ার হিড়িক আচমকা এতটা বেড়ে যাওয়ার কারণটা এখনও প্রতিবেশী রাষ্ট্র বা রাষ্ট্রপুঞ্জ কারও কাছেই খুব একটা পরিষ্কার নয়। রবিবারেই দামাস্কাস পৌঁছেছে রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষ পর্যবেক্ষক দল। সিরিয়ায় কোনও ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, সেটা খতিয়ে দেখবেন এই বিশেষজ্ঞরা। |
প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা না করে এখনই আর কাউকে ফাঁসি দেওয়া যাবে না বলে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আগামী সপ্তাহেই ফাঁসি হওয়ার কথা ছিল লস্কর-ই-জাঙ্গভি গোষ্ঠীর দুই জঙ্গির। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি চিঠি দিয়ে জানিয়েছেন, মানবাধিকার কর্মী এবং কিছু আন্তর্জাতিক সংগঠনের তরফে দোষীদের ফাঁসির সাজা মকুব করার আবেদন জানিয়ে খোলা চিঠি দেওয়া হয়েছে। তাই বিদেশ থেকে ফিরে এই বিষয়ে আলোচনা করতে চান। এর পরিপ্রেক্ষিতেই নওয়াজ সিদ্ধান্ত নিয়েছেন, জারদারির সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত আর কাউকে ফাঁসি দেওয়া হবে না।
|
দু’সপ্তাহ বন্ধ থাকার পর ররিবার থেকে খুলল ইয়েমেনে ব্রিটিশ দূতাবাস। আল কায়দার হামলার আশঙ্কায় সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল দূতাবাসটি। ব্রিটিশ দূতাবাস খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইয়েমেনের বিদেশ মন্ত্রী আবু বাকর আল কিরবি। |
গত এক সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম চিনে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধস নামায় পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে। প্রশাসন সূত্রের খবর, প্রায় দু’হাজার বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। জলের তলায় ৭১ হাজার হেক্টর কৃষিজমি। দুর্গতদের উদ্ধার করা এবং ত্রাণ পৌঁছনোর কাজও চলছে।
|
পরিবারের সম্মান রক্ষা করতে নিজের বোন এবং তাঁর শ্বশুরকে খুন করল দাদা। বছর দু’য়েক আগে আদালতে ওই মহিলা বিয়ে করেন আমজাদ খান নামের এক যুবককে। আমজাদের অভিযোগ, তাঁর স্ত্রীর দাদা জাভেদ খান আরও এক আত্মীয়ের সঙ্গে তাঁদের বাড়ি আসেন। রাতে তাঁর স্ত্রী এবং বাবাকে গুলি করেন জাভেদরা।
|
শাহরুখ-দীপিকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ পাক মাটিতে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দাবি পাকিস্তানের একটি চলচ্চিত্র বিপণণ সংস্থার মালিক মহম্মদ কাদ্রির। আগে সেখানে সলমনের ‘দাবাং’-ও ভাল ব্যবসা করেছিল। |