তারাতলার মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিংয়ের ঘটনায় তিন ছাত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্র আমির সোহেলের অভিযোগের ভিত্তিতে হিমাংশু ফুলে, জেসু টমাস ও বিপুল অগ্রবালের বিরুদ্ধে মারধর ও র্যাগিং-এর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তেরা সকলেই তৃতীয় বর্ষের ছাত্র।
ইতিমধ্যেই কলেজের তদন্ত কমিটির সুপারিশ মেনে হিমাংশু ফুলে ও জেসু টমাসকে সাসপেন্ড করেছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের ডিরেক্টর মলয়কান্তি ঘোষ অবশ্য শনিবার জানিয়েছেন, বিপুলের নামে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনও লিখিত অভিযোগ না-আসায় ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ সূত্রের খবর, লখনউয়ের আমির সোহেলের সঙ্গে দেহরাদূনের বাসিন্দা বঞ্চিত কুন্দলিয়া ৭ অগস্ট তারাতলার ‘মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এ প্রথম বর্ষে ভর্তি হন। শুক্রবার তাঁরা অভিযোগ করেন, ভর্তির পর থেকেই কলেজের কয়েক জন ছাত্র তাঁদের মারধর ও নানা ধরনের অত্যাচার চালিয়েছে। কলেজের ডিরেক্টর ও ওয়ার্ডেনকে জানিয়েও লাভ হয়নি। আমির ও বঞ্চিতের দাবি, কলেজের প্রথম দিন থেকে ওই পড়ুয়াদের ভারী ব্যাগপত্র কাঁধে তুলে হস্টেলে নিয়ে যেতে বাধ্য করেছিলেন কয়েক জন সিনিয়র ছাত্র। দীর্ঘক্ষণ তাঁদের জল খেতে দেওয়া হত না। প্রতিবাদ করলেই নির্যাতন করা হত। |