পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থক করবে না বিজেপি। শুক্রবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে দু’টি ফৌজদারি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের এমন কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। গত ৩১ জুলাই মুর্শিদাবাদের আহিরণে সুতি-১ ব্লক অফিসে দলীয় বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি ও সংঘর্ষ হয়। পুলিশের গাড়ি জ্বালিয়ে ব্যাপক ভাঙচুরও চলে। সেই ঘটনায় বিক্ষোভ সমাবেশে ভাষণ দিয়ে প্ররোচনা সৃষ্টি-সহ একাধিক ফৌজদারি ধারায় ৪২জন বিজেপি সমর্থকের বিরুদ্ধে মোট ৩টি মামলা রুজু করা হয়। এর মধ্যে দু’টিতে অভিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। শুক্রবার সেই মামলায় হাজিরা দিতে তিনি জঙ্গিপুর আদালতে আসেন। সেখানেই রাহুলবাবু বলেন, “রাজ্যের মাত্র ৪টি বিধানসভা ক্ষেত্র নিয়ে গোর্খাল্যান্ড হিসেবে পৃথক রাজ্য গঠনের দাবি অবাস্তব। বিজেপি এই গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করে না।”
|
ছাত্র পরিষদ ও এসএফআই সমর্থকদের সংঘর্ষ ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল জঙ্গিপুর কলেজে। ঘটনায় জখম সুব্রত ঘোষ ও টনি শেখ নামে দুই যুবককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এসএফআই-এর জঙ্গিপুর জোনাল কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, “কলেজে প্রথম বর্ষের ভর্তি চলছে। নিজের বোনের ভর্তির জন্য এসেছিলেন এক যুবক। অন্য আরেক জন কলেজে এসেছিলেন ভোকেশনাল ছাত্র হিসাবে ভর্তি হতে। হঠাৎ তাদের আক্রমণ করে ছাত্র পরিষদের নামে কয়েকজন বহিরাগত। জখম ওই দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” ছাত্র পরিষদের জঙ্গিপুর শহর সভাপতি সৌরভ চট্টোপাধ্যায় বলেন, “মদ্যপ অবস্থায় এসএফআই সমর্থক পরিচয় দিয়ে দু’জন বহিরাগত কলেজে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ দিচ্ছিল। ছাত্র পরিষদের কর্মীরা তারই প্রতিবাদ জানায় পরে এসএফআই সমর্থকদের সঙ্গে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।” পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।
|
সন্তানের সামনেই মদ্যপ স্বামী কুপিয়ে খুন করল স্ত্রীকে। শুক্রবার বিকালে বহরমপুর থানার বহরুল গ্রামের ওই ঘটনায় মৃতের নাম ভারতী মণ্ডল (৪০)। পুলিশ জানায়, বাড়ির ভিতরে স্ত্রীকে খুন করার পর স্বামী নবকুমার মণ্ডল পলাতক। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
৭৪ হাজার টাকার জাল নোট-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ফরাক্কার তালতলা ঘাট থেকে তাদের ধরা হয়। ধৃত এজাজুল শেখ ও নূর ইসলামের বাড়ি মালদহের কালিয়াচকে। |