টুকরো খবর |
মিড ডে মিলের কড়াইয়ে পড়ে জখম ছাত্র
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মিড ডে মিলের গরম তরকারির কড়াইয়ে পড়ে পুড়ে গেল প্রথম শ্রেণির এক ছাত্রের দেহ। সোমবার নাকাশিপাড়ার রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় জখম ছাত্রের নাম মঙ্গল শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই এ দিনও স্কুলের রান্না হওয়ার পর তরকারির কড়াই বাইরে নিয়ে আসা হয়েছিল। খাবার নেওয়ার জন্য পড়ুয়ারা সেই সময় ভিড় করে। আচমকা বন্ধুদের ঠেলাঠেলিতে গরম তরকারির কড়াইতে পড়ে যায় মঙ্গল। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন যুবক শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। তবে ঘটনার পর স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা শিশুটির চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেননি। গ্রামবাসীরাই শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এমনকী হাসপাতালেও দেখা মেলেনি তাঁদের। ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে যান নাকাশিপাড়ার বিডিও হেমন্ত ঘোষ। তিনি বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি সত্ত্বেও শিশুটি কীভাবে গরম কড়াইতে পড়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিশুটির চিকিৎসার বিষয়েও তাঁদের উদ্যোগ চোখে পড়েনি। প্রয়োজনে আমরা শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।” স্কুলের প্রধান শিক্ষিকা কেনারানি ঘোষ বলেন, “আমি ঘটনার কথা জানি না।” জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের গাফিলতি ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
|
নির্বিঘ্নেই ১২ ঘণ্টা বনধ ডোমকলে
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
|
সুনসান এলাকা।—নিজস্ব চিত্র। |
শনিবার রাতে নওসাদ মণ্ডল নামে এক সিপিএম কর্মীকে খুনের ঘটনাকে কেন্দ্র করে সোমবার ডোমকল বনধ নির্বিঘ্নেই কাটল। রাস্তাঘাট, অফিস, আদালত অধিকাংশই বন্ধ থাকলেও প্রশাসনিক দফতরগুলিতে খোলা ছিল। তবে, হাজিরা ছিল তুলনায় কম। অন্যদিকে, ডোমকলের মেহেদিপাড়ায় রবিবার বোমাবাজির জেরে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই গ্রামে পুলিশি অত্যাচারের প্রতিবাদে সোমবার গ্রামের মহিলারাও বিক্ষোভ দেখান ডোমকল থানার সামনে। শনিবার ও রবিবার ডোমকলের মেহেদিপাড়া ও কুশাবেড়িয়া গ্রামে রাজনৈতিক সংঘর্ষের পরে ব্যাপকভাবে চলেছে তল্লাশি। গ্রামবাসীদের অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রিত সমাজবিরোধীরা গন্ডগোল পাকাচ্ছে। রেশ এসে পড়ছে মানুষের উপর। পুলিশ এসে সাধারণ মানুষকে হয়রান করছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রকৃত অভিযুক্তদের খোঁজেই তল্লাশি চলছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।’’
পুরনো খবর: সিপিএম কর্মীকে গুলি করে খুন ডোমকলে
|
পাচারে বাধা, জখম জওয়ান
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
পাচারে বাধা দিতে গিয়ে পাচারকারীদের হাঁসুয়ার কোপে গুরুতর জখম হলেন ১১৯ ব্যাটেলিয়নের এক বিএসএফ জওয়ান। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেহট্টের নাটনা সীমান্তে। বিএসএফের কনস্টেবল পদে কর্মরত অনিল কুমার নামে ওই জওয়ানকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তেহট্টের এসডিপিও সুনীল শিকদার বলেন, “এ দিন দুপুরে কয়েকজন পাচারকারী নাটনা সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। সেইসময় ওই জওয়ান তাদের বাধা দিতে গেলে পাচারকারীরা তাঁর হাতে হাঁসুয়ার কোপ মারে।” বিএসএফের পক্ষ থেকে ওই ঘটনায় বারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
দুই পাড়ার গণ্ডগোল, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পাশাপাশি দুই এলাকার যুবকদের মধ্যে গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল কৃষ্ণনগরের মোংলাপুকুর এলাকায়। রবিবার রাতে ঘটনাস্থলে পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় বাগানপাড়ার এক যুবক গুরুতর জখম হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে মোংলাপুকুর এলাকার কয়েকজন যুবক পাশের বাগানপাড়ার একটি ছেলেকে মারধর করে। রবিবার রাতে তারই বদলা নিতে বাগানপাড়ার কয়েকজন যুবক মোংলাপুকুর এলাকায় হামলা চালায়। আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “দুই পাড়ার মধ্যে বিবাদের জেরে এই গণ্ডগোল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
|
কংগ্রেসকর্মীর বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • রেজিনগর |
তিন কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। রবিবার রাতে রেজিনগরের আন্দুলবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের একডালা গ্রামের ঘটনা। কংগ্রেসের অভিযোগ, সিপিএমের কয়েকজন দুষ্কৃতী ওই তিন কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বেলডাঙা-২ নম্বর ব্লক কংগ্রেস (পূর্ব) সভাপতি মিন্টু সিংহ বলেন, “সিপিএম এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই এই কাজ করেছে।” সিপিএম রেজিনগর লোকাল কমিটির সম্পাদক বদরুদ্দিন বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।” জেলার পুলিশ সুপার হুময়াুন কবীর বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” এলাকায় পুলিশ বাহিনী রয়েছে।
|
নির্বাচনের প্রচার
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
জেলায় পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারও। সোমবার বিকেলে বড়ঞা ব্লকে তিনটি সভা করেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। প্রথমটি মুনিয়াডিহি, পরে একঘড়িয়ায় ও শেষে চৈতপুর গ্রামে তিনি সভা করেন। এ দিন এলাকায় সভা করেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শমীক ভট্টাচার্যও।
|
যুবক উদ্ধার |
গুরুতর জখম অবস্থায় জালালখালি হল্ট স্টেশন থেকে এক যুবককে উদ্ধার করল পুলিশ। তার পরিচয় জানা যায়নি। তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পসোমবার সকালে ওই যুবককে প্ল্যাটফর্মের উপর পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় ও গায়ের আঘাত গুরুতর। |
|