কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে লড়াই চালানোর জন্য সমর মুখোপাধ্যায়ের স্মৃতিকে পুঁজি করতে চাইছেন সিপিএম
|
সমর মুখোপাধ্যায় |
নেতৃত্ব। প্রয়াত শতায়ু নেতার জীবন থেকে শিক্ষা নিয়ে পরিস্থিতি পরিবর্তনের কাজে লেগে থাকার জন্য কর্মীদের পরামর্শ দিচ্ছেন তাঁরা। প্রমোদ দাশগুপ্ত ভবনে বুধবার সমরবাবুর স্মরণসভায় এই বার্তাই দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু থেকে দলের পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি, প্রবীণতম বাম নেতা অশোক ঘোষ থেকে আরএসপি-র ক্ষিতি গোস্বামী, সিপিআইয়ের মঞ্জুকুমার মজুমদারেরা।
দীর্ঘ ৭৩ বছর ধরে কমিউনিস্ট পার্টির সদস্য এবং কমিউনের বাসিন্দা সমরবাবু কখনও বিরক্ত বা অধৈর্য হতেন না। এই স্মৃতির সূত্রেই এ দিনের স্মরণসভায় বিমানবাবু বলেন, “সমরদা’র জীবন থেকে শিক্ষাগ্রহণ করব। বিরক্ত না হয়ে, ধৈর্য না হারিয়ে সিদ্ধান্ত নেব। হঠাৎ করে কিছু হয়ে যাবে, এই মনোভাবে পরিচালিত হব না।” নিজেদের কী হবে, সেই ভাবনা না ভেবেই কঠিন পরিস্থিতিতে কর্তব্য পালনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিমানবাবু। রাজনৈতিক, নৈতিক বা অবস্থানগত কোনও দুর্নীতি বা বিচ্যুতিই সমরবাবুকে স্পর্শ করেনি বলে উল্লেখ করে ইয়েচুরির বক্তব্য, “পশ্চিমবঙ্গে কমরেডদের উপরে আক্রমণ হচ্ছে। গণতন্ত্রই আক্রান্ত। সামনে আরও লড়াই আসছে। এই সময়ে সমরদা’র জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে কাজে লাগাতে পারলে তাঁর প্রতি যথাযোগ্য শ্রদ্ধাজ্ঞাপন হবে।” |