মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বছরটা তা-ও রাজি হয়েছিলেন। এ বার ফিরিয়ে দিলেন দূরদর্শন ও আকাশবাণীকে। সংস্থা দু’টির সূত্রে বুধবার জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় প্রতি রাজ্যে মুখ্যমন্ত্রীর বক্তৃতা সম্প্রচার করে থাকে প্রসার ভারতীর এই দুই গণমাধ্যম। সেই অনুযায়ী এ বারও মহাকরণে গিয়েছিল দূরদর্শন ও আকাশবাণীর দল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘কেন্দ্রীয় সরকারের’ গণমাধ্যমে তিনি বক্তৃতা করবেন না। দু’টি দলই ফিরে আসে মহাকরণ থেকে। গত বছরও মমতা ওই আপত্তি তুললে প্রসার ভারতীর সিইও জহর সরকার তাঁকে বোঝান, এ দু’টি-ই হল রাষ্টীয় তথা জাতীয় গণমাধ্যম। কেন্দ্রীয় সরকারের সংস্থা নয়। সে যাত্রা রাজি হন মমতা। এ বছর জহরবাবু দিল্লির বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি আকাশবাণী কলকাতার স্টেশন ডিরেক্টর স্বপ্না মণ্ডল বা কলকাতা দূরদর্শনের স্টেশন ডিরেক্টর রজত বসু। ফলে এ বছর ১৪ অগস্ট সন্ধ্যায় রাষ্ট্রীয় গণমাধ্যমে মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে পেলেন না রাজ্যবাসী। তবে আজ, বৃহস্পতিবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যথারীতি সম্প্রচার হবে আকাশবাণী-দূরদর্শনে।
|
শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-কে অবিলম্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইএএসটি)-তে রূপান্তরিত করার দাবিতে অবস্থান-বিক্ষোভ করলেন সেখানকার শিক্ষক এবং পড়ুয়ারা। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরেই অবস্থান-বিক্ষোভ চলে। ক্যাম্পাসে এই দাবিতে পোস্টারও লাগানো হয়। তবে এ দিন কোনও ক্লাস বয়কট হয়নি। অবস্থানকারী শিক্ষক ও পড়ুয়াদের দাবি, বেসু-কে আইআইইএসটি-তে উন্নীত করার বিল অবিলম্বে পাশ করাতে হবে সংসদে। |