|
|
|
|
মূক-বধির শিশুদের পুতুল নাটক |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পাখির কলতান, ভ্রমরের গুঞ্জন কী তা ওরা জানে না। ঝড়ের আওয়াজ কেমন তা-ও অজানা তরুণ-অনির্বাণ-রমলাদের। তবে ওরা গোলাপ-জুঁইয়ের গন্ধ প্রাণ ভরে নিতে জানে। বাগানে উড়ে বেড়ানো রঙিন প্রজাপতি দেখে খিলখিলিয়ে হাততালিও দেয় লক্ষ্মী, সায়কেরা। কিন্তু আপন আনন্দ-বেদনার অভিব্যক্তি প্রকাশ করার মতো ‘মুখের ভাষা’ নেই ওদের।
ঝাড়গ্রাম শহরের অদূরে সেবায়তন এলাকায় মূক ও বধির শিশু, কিশোর-কিশোরীদের জন্য আবাসিক স্কুল ‘সেবায়তন কল্যাণ কেন্দ্রে’র পড়ুয়া সঞ্জয়-সৌমেন-মনসা-রমলাদের তৈরি পাপেট দিয়েই মঞ্চস্থ হল রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে ‘পোস্ট মাস্টার’ নাটক। মঙ্গল ও বুধবার ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির উদ্যোগে সেবায়তন কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে ‘পাপেট তৈরি, মুখোস তৈরি, ছবি আঁকা ও পাপেট মঞ্চায়নের কর্মশালার’ আয়োজিত হয়। |
|
নাটকের একটি মুহুর্ত। —নিজস্ব চিত্র। |
দু’দিনের কর্মশালায় কল্যাণ কেন্দ্রের ৮০ জন মূক ও বধির শিশু, কিশোর-কিশোরীরা যোগ দেয়। ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র বলেন, “অনির্বাণ-রমলাদের শ্রবণ ক্ষমতা নেই। ওরা কথা বলতেও পারে না। কিন্তু ওদের সবার মধ্যে রয়েছে সৃজনশীল মন। সেই সৃজনশীলতাকে উৎসাহ দিতেই ওই উদ্যোগ।” |
|
|
|
|
|