স্থায়ী সরকার গড়ার ডাক রাষ্ট্রপতির
ট মাস বাদেই লোকসভা নির্বাচন। দেশের নিরাপত্তা ও আর্থিক উন্নয়ন সুনিশ্চিত করতে সেই ভোটে একটি স্থায়ী সরকার গঠন করার জন্য আজ দেশবাসীকে আহ্বান জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। স্বাধীনতা দিবসের প্রাক্ সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, “পরের স্বাধীনতা দিবস আসার আগেই দেশে সাধারণ
ছবি: পিটিআই
নির্বাচন হয়ে যাবে। গণতন্ত্রের মহান এই উৎসব স্থায়ী সরকার নির্বাচনের বড় সুযোগ, যা দেশের নিরাপত্তা ও আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করবে।”
রাষ্ট্রপতি ভবনে এক বছর কেটে গেলেও আজকের বক্তৃতায় রাজনীতিক প্রণব মুখোপাধ্যায়ের ছায়া দেখছেন অনেকেই। বিশেষ করে সরকারের সাফল্যের বিষয়গুলি কৌশলে তুলে ধরা থেকে শুরু করে সংসদে অচলাবস্থার কথা যে ভাবে তিনি বলেছেন, তা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক অস্থিরতা যে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে, তা লোকসভার নেতা থাকাকালীন বারবার তুলে ধরেছিলেন প্রণববাবু। আজও সেই প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। শরিক-সমর্থকদের উপর নির্ভরতার কারণে গত চার বছর চাইলেও সংস্কারের কাজে হাত দিতে পারেনি কংগ্রেস। জমি অধিগ্রহণ, পেনশন বা বিমা বিল এখনও পাশ হয়নি। অনেক দেরি হয়েছে একাধিক ক্ষেত্রে বিদেশি লগ্নির ব্যাপারে ছাড়পত্র দিতে। স্থায়ী সরকার গঠিত হলে এই প্রতিবন্ধকতা থাকবে না এবং উন্নয়ন ত্বরান্বিত হবে, এই বার্তাই রাষ্ট্রপতি দেশবাসীকে দিতে চান।
সংসদের অচলাবস্থা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, “ইদানীং দেখা যাচ্ছে আইনসভাগুলি লড়াইয়ের আখড়ায় পরিণত হয়েছে।” অনেকের মতে, এই মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপি-কেই কাঠগড়ায় তুলতে চেয়েছেন প্রণব। তাদের বিরোধিতাতেই দীর্ঘ সময় অচল থেকেছে সংসদ।
কাল লাল কেল্লা থেকে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আর্থ-সামাজিক সুরাহার জন্য তিনি কিছু নতুন ঘোষণা করতে পারেন বলে কংগ্রেস সূত্রে খবর। দিল্লির প্রশাসনে জল্পনা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হতে পারে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.