টুকরো খবর
ধর্মঘট সামলাতে অচল কিছু বাস সারাচ্ছে সরকার
একেই কমে গিয়েছে বাস। তার উপরে বর্ষায় ব্রেকডাউন, খানাখন্দে পড়ে খাবি খাওয়া বা থমকে যাওয়া। এবং এর মধ্যেই সোম ও মঙ্গলবার বেসরকারি বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক। মুশকিল আসানের পথ খুঁজতে সরকারি নিগমের অচল হয়ে পড়ে থাকা বিস্তর বাসের একাংশকে জোড়াতালি মেরে রাস্তায় নামানোর নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। বিষয়টি নিয়ে বুধবার সিএসটিসি এবং সিটিসি-র অফিসার-ইঞ্জিনিয়ারেরা বৈঠকও করেন। কিন্তু পথে বেরোনো আমজনতার ভোগান্তি তাতে কমবে কি না, সংশয় থেকেই যাচ্ছে। সিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর প্রসন্নকুমার মণ্ডল বলেন, “যে-সব বাস অচল হয়ে রয়েছে, তার মধ্যে ক’টিকে কম খরচে মেরামত করে দ্রুত রাস্তায় নামানো যায়, তা নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে। ১৯ এবং ২০ অগস্ট দু’বেলাই অন্তত ৪০০ বাস রাস্তায় নামানো হবে।” পরিবহণমন্ত্রী মদন মিত্র জানান, বর্ষায় প্রতি বছরই বাস কমে যায়। এ বার সরকারি বাস বাড়ানোর চেষ্টা চলছে। ট্রাম কোম্পানির চেয়ারম্যান শান্তিলাল জৈন বলেন, “সোম ও মঙ্গলবার অন্তত ১২০টি ট্রাম এবং ২২৫টি বাস নামানোর চেষ্টা করব।” ১৯ এবং ২০ তারিখে বাস পরিষেবা স্বাভাবিক রাখতে প্রস্তুতি চালাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমও।

মার্কশিট জাল চক্রে ছাত্রনেতা পলাতক
গড়িয়াহাট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এ মার্কশিট জালের ঘটনায় এখনও এক অভিযুক্ত হৃষীকেশ সিংহকে গ্রেফতার করা যায়নি। তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র সাধারণ সম্পাদক বলে পুলিশের দাবি। ঋতেশ গোসাঁই নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের টিএমসিপি-র সহ-সাধারণ সম্পাদক এবং সানি সিংহ নামে অন্য এক ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এক ছাত্র মঙ্গলবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে যান। অভিযোগ, মাধ্যমিকে নম্বর কম থাকা সত্ত্বেও টাকা নিয়ে তাঁকে ভর্তির আশ্বাস দেন তিন ছাত্রনেতা। ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতেই পুলিশ সানি ও ঋতেশকে গ্রেফতার করেছে।

পুরনো খবর:
ধৃত দুই যুবক
এক ব্যক্তিকে গুলি করার অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেফতার হল দুই যুবক। ধৃতদের নাম গালকাটা ফিরোজ ও হালিম। বুধবার তাদের আদালতে তোলা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বসির খান নামে ওই ব্যক্তিকে বাঁ হাতে গুলিবিদ্ধ অবস্থায় মেডিক্যালে ভর্তি করা হয়। তিনি পুলিশে অভিযোগ করেন, ওই রাতে হালিম, গালকাটা ফিরোজ ও আসলম নামে তিন জন তাঁকে পাহাড়পুর রোডের কাছে ২ নম্বর কবরখানার সামনে ডেকে পাঠায়। সেখানে পৌঁছতেই তারা তাঁকে ঘিরে ধরে এবং ফিরোজ গুলি চালায়। রাতেই তিলজলা থানা এলাকায় তল্লাশি চালিয়ে ফিরোজ ও হালিমকে ধরে পুলিশ। তৃতীয় অভিযুক্ত পলাতক। বসিরের উপর কেন ওই তিন যুবক হামলা করে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাড়ছে ভাড়া
মৌলালিতে রাজ্য যুব কেন্দ্রের ‘ইউথ ক্যান্টিন’-এর ভাড়া মাসে এক হাজার টাকা থেকে বেড়ে হল ১ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। ১৯৮১ সালে প্রতি মাসে ৩০০ টাকা এবং ১৯৯৭ থেকে ২০১২ সালের মাঝামাঝি পর্যন্ত মাসে এক হাজার টাকা করে ভাড়া বাবদ পাচ্ছিল যুবকল্যাণ দফতর। রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার মহাকরণে বলেন, “টেন্ডার ডেকে নিয়ম মেনে এই ভাড়া ঠিক করা হয়েছে। এই একটি ছোট বিষয় থেকেই বোঝা যায় আগের সরকারের বিপুল ঋণ কী ভাবে হয়েছে।”

ধৃত পরিচারক
টাকা-গয়না চুরির অভিযোগে গ্রেফতার হল পরিচারক। পুলিশ জানায়, ধৃতের নাম ভগবত রাই। চোরাই মালপত্র মিলেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। পুলিশ জানায়, শরৎ বসু রোডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী প্রয়াগ দাস মাসখানেক ধরেই টের পাচ্ছিলেন, বাড়ি থেকে টাকা-গয়না উধাও হচ্ছে। গত ১০ অগস্ট তিনি সিন্দুক খুলে দেখেন, নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা ও বেশ কিছু মূল্যবান গয়না চুরি হয়েছে। গত মঙ্গলবার থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে বাড়ির একমাত্র পরিচারক ভগবতের উপরে সন্দেহ হয় পুলিশের। জেরায় ভগবত চুরির কথা স্বীকার করে ও জানায়, টাকা-গয়না চুরি করে সে বাঁকুড়ায় দেশের বাড়িতে লুকিয়ে আসত। বুধবার পুলিশের একটি দল বাঁকুড়া গিয়ে টাকা-গয়না উদ্ধার করে। পুলিশের দাবি, ভগবত জানিয়েছে, সে ওই বাড়িতে পাঁচ বছর কাজ করছে। তার বেতন ৫০০ টাকা। বেতন বাড়াতে বললেও লাভ হয়নি। তাই সে চুরি করেছে।

উপনির্বাচন নিয়ে
কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ড এবং রাজ্যের কয়েকটি পুরসভার মোট ২২টি ওয়ার্ডের উপনির্বাচন হবে ২২ নভেম্বর। কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে ১ সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করতে বলেছিল। বুধবার কমিশনের তরফে বলা হয়, ২১ সেপ্টেম্বর রাজ্যে ১২টি পুরসভার নির্বাচন। তাই ২২ নভেম্বর কমিশন কাউন্সিলর-হীন ২২টি ওয়ার্ডের উপনির্বাচন করতে চায়। সে দিনই হাওড়া-সহ ৫টি পুরসভার নির্বাচন হবে। হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ কমিশনের সঙ্গে এ ব্যাপারে সহমত হন।

মৃতদেহ উদ্ধার
নিজের বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল তিলজলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পিকনিক গার্ডেনে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অ্যানি রায় (৩৫)। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.