চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহিত করতে ‘বঙ্গ চিকিৎসা সম্মান’ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তার তালিকা তৈরি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। অভিযোগ এতটাই গুরুতর যে, জেলা স্বাস্থ্য দফতরের তৈরি তালিকা বাতিলের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ঘটনায় প্রশাসনিক মহলে আলোড়ন উঠেছে।
আগামী ১৯ অগস্ট, কলকাতায় রাজ্য সরকার আয়োজিত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দিবস পালন অনুষ্ঠানে ওই পুরস্কার দেওয়ার কথা। কিন্তু তার আগেই অনিয়ম প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে জেলা স্বাস্থ্য দফতর। পূর্ব মেদিনীপুর অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) সুমন হাওলাদার বলেন, “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তালিকায় অনিয়মের প্রমান মেলায় জেলা স্বাস্থ্য দফতরের তৈরি তালিকা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।” তালিকায় ত্রুটির কথা স্বীকার করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন ঝারিয়াও। তবে তাঁর সাফাই, “অল্প সময়ে তালিকা করতে গিয়ে কিছু ভুল হয়েছে। তা সংশোধন করা হবে।”
বঙ্গ চিকিৎসা সম্মান প্রাপক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের বাছাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মাপ কাঠি নির্দিষ্ট করে দিয়ে ছিল রাজ্য স্বাস্থ্য দফতর। সেই মতো জেলা স্তরে যোগ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাছাইয়ের জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। জেলার বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ মহকুমা হাসপাতাল-সহ জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের মূল্যায়নের পরে জেলা স্তরে যোগ্য প্রার্থীকে বাছাই করার কথা ওই কমিটির। জেলা প্রশাসন সূত্রে খবর, স্বাস্থ্যকর্মীদের তালিকা নিয়ে এক নার্সিং স্টাফ (এএনএম) জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন, জেলা স্বাস্থ্য দফতর নন্দকুমার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক নার্সিং স্টাফকে তালিকায় সর্বোচ্চ নম্বর প্রাপক হিসাবে রাখলেও তাঁর চেয়ে বেশি নম্বর প্রাপক রয়েছেন। জেলা প্রশাসন অভিযোগ পাওয়ার পর নম্বর দেখতে গিয়ে দেখেন ওই নার্সিং কর্মীর অভিযোগ ঠিক। তা ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগ মেলে। এরপরেই অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) গত ৭ অগস্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকে চিঠি দিয়ে ওই তালিকা বাতিল করে নতুন করে সংশোধিত তালিকা তৈরির কথা বলেন। |