অভিযুক্ত এসএফআই
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট-আউট, ফেস্টুন, পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছাড়াল বাঁকুড়ার ইঁদপুর থানার শালডিহা কলেজ চত্বরে। এসএফআই ওই কাণ্ড ঘটিয়েছে অভিযোগ তুলে মঙ্গলবার শালডিহা কলেজের ছাত্রছাত্রীদের একাংশকে নিয়ে মিছিল করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। পরে ইঁদপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সংগঠনের তরফে। কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র-সংসদের সাধারণ সম্পাদক অনিমেষ করের অভিযোগ, “রাতের অন্ধকারে বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এসএফআইয়ের সদস্যেরাই কলেজ চত্বরে থাকা আমাদের দলনেত্রীর কাটআউট, ফেস্টুন, দলের পতাকা ছিঁড়েছে। এমনকী সেই ছেঁড়া কাটআউট, ফেস্টুনের উপরে কটূ মন্তব্য লিখেছে।” এসএফআইয়ের বাঁকুড়া জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তী অবশ্য দাবি করেন, “এমন নোংরা সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। ওই ঘটনার সঙ্গে এসএফআইয়ের কেউ জড়িত নয়।” |
বধূর মৃত্যুতে ধৃত স্বামী-শ্বশুর
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। সারেঙ্গার জামিরাপাড়া গ্রামের ঘটনা। মৃতার নাম কৃষ্ণা মণ্ডল (২১)। সোমবার শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কৃষ্ণা। তাঁর বাবা ত্রিলোচন হাটি মেয়ের মৃত্যুর জন্য জামাই, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে মৃত বধূর স্বামী সোমনাথ ও শ্বশুর বরেন মণ্ডলকে ধরা হয়েছে। মঙ্গলবার ধৃতদের খাতড়া আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজত হয়। |
সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সোমবার দুই কিশোরকে গ্রেফতার করেছে। ধৃতদের বাড়ি বরাবাজারের একটি গ্রামে। শনিবার বিকেলে পুকুর থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে একা পেয়ে ওই দু’টি ছেলে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ছাত্রীটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই বরাবাজার থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, ছাত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। |