টুকরো খবর |
জয়ী সদস্যদের বাড়িতে হামলা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পঞ্চায়েতে সিপিএমের জয়ী সদস্যের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাঁথি দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের পেটুয়া বুথে সিপিএমের নির্বাচিত সদস্য বুদ্ধদেব খাঁড়ার বাড়িতে সোমবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এলাকায় ব্যাপক বোমাবাজিরও অভিযোগ উঠেছে। সিপিএমের স্থানীয় জোনাল সম্পাদক শক্তিপদ পণ্ডার অভিযোগ, “এ বারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দখলে থাকা দারিয়াপুর পঞ্চায়েত সিপিএম দখল করে নিয়েছে। তারপর থেকে প্রতিদিন রাতেই তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। সোমবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বুদ্ধদেববাবুর বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর মাকে মারধর করে। বুদ্ধদেববাবুর ছোট ভাই গুরুপদ খাঁড়াকে তুলে নিয়ে যায়।” সিপিএমের পক্ষ থেকে কাঁথি থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মঙ্গলবার বিকেলে গুরুপদবাবুকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। তৃণমূলের জেলা সম্পাদক মামুদ হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগ ভিত্তিহীন। সিপিএম নাটক করছে।”
|
এ বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অস্থায়ী পুরকর্মীদেরও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্থায়ী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই হয়ে গিয়েছে। এ বার সব অস্থায়ী কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার তোড়জোর শুরু হল মেদিনীপুর পুরসভায়। চলতি মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে বলে পুরসভা সূত্রে খবর। রাজ্য সরকারের নির্দেশের প্রেক্ষিতেই এই উদ্যোগ। মেদিনীপুর পুরসভায় আটশোরও বেশি অস্থায়ী কর্মী রয়েছেন। এঁরা বিভিন্ন দফতরে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত। এখন মাস ফুরোলে এঁদের হাতে হাতে মাইনে দেওয়া হয়। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু হয়ে গেলে অ্যাকাউন্টেই টাকা জমা পড়বে। এর ফলে, কাজেরও সুবিধে হবে। মহকুমাশাসক (সদর) তথা মেদিনীপুর পুরসভার প্রশাসক অমিতাভ দত্তের আশ্বাস, “চলতি মাসের মধ্যেই পুরসভার অস্থায়ী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার চেষ্টা চলছে। ইতিমধ্যে এ কাজ শুরু হয়েছে।”
|
নতুন জেলাশাসক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
কংগ্রেসের জয়ী প্রার্থীদের সংবর্ধনা তমলুকে |
পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হলেন অন্তরা আচার্য। তিনি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক ছিলেন। পূর্ব মেদিনীপুরের বিদায়ী জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেবেন।
|
গ্রন্থাগারের স্বীকৃতি দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সব গ্রন্থাগারকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা, শূন্যপদে নিয়োগ, বদলির স্বচ্ছ ও সুষ্ঠু নীতি প্রণয়ন-সহ নানা দাবিতে মঙ্গলবার মেদিনীপুরে জেলা গ্রন্থাগার আধিকারিক ইন্দ্রজিৎ পানের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বঙ্গীয় সাধারণের গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতি। জেলা গ্রন্থাগার আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন ইন্দ্রজিৎবাবু।
|
হকারদের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হকারের তালিকা প্রকাশ, সামাজিক সুরক্ষা-সহ নানা দাবিতে মঙ্গলবার মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্তকে স্মারকলিপি দেয় সারা বাংলা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। সমিতির আশা, মহকুমাশাসক দ্রুত উপযুক্ত পদক্ষেপ করবেন। |
|