|
|
|
|
শিলদার অস্ত্র মিলল সুন্দরলোটার জঙ্গলে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিলদা ইএফআর ক্যাম্প থেকে লুঠ হওয়া একটি রাইফেল উদ্ধার হল মেদিনীপুর কোতয়ালি থানার সুন্দরলোটা জঙ্গলে। মঙ্গলবার সকালে যৌথ বাহিনীর তল্লাশির সময় একটি এসএলআর-সহ বেশ কিছু অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া যায়। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “সুন্দরলোটার জঙ্গলে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক মিলেছে। তার মধ্যে শিলদা ক্যাম্প থেকে লুঠ হওয়া একটি এসএলআর রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
এ দিন সকালে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে তল্লাশি চালানো হয় সুন্দরলোটার জঙ্গল ও আশপাশে। এসএলআর ছাড়াও উদ্ধার হয়েছে অন্য দু’টি রাইফেল, একটি দেশি বন্দুক, একটি ল্যান্ডমাইন, দু’টি ফ্ল্যাশগান, চারটি ডিটোনেটর এবং ১৫ কেজি বিস্ফোরক। পুলিশের অনুমান, এই সব অস্ত্র ও বিস্ফোরক আগেই মাটিতে পোঁতা ছিল। পুলিশ সুপারের কথায়, “মাওবাদীরা নতুন করে প্রভাব বাড়াচ্ছে, এমন খবর নেই।” |
|
চাঁদড়ার সুন্দরলাটার জঙ্গল থেকে উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: রামপ্রসাদ সাউ।
|
শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনাটি ঘটেছিল ২০১০ সালের ১৫ ফ্রেব্রুয়ারি। সশস্ত্র আক্রমণে প্রাণ গিয়েছিল ২৪ জন জওয়ানের। সে দিন ওই ক্যাম্প থেকে সবমিলিয়ে ৪৭টি অস্ত্র লুঠ করেছিল মাওবাদীরা। তার মধ্যে এসএলআর ছিল ১৯টি। বাকি অস্ত্রের মধ্যে ছিল ১০টি এ কে ৪৭, ১৬টি ইনসাস, একটি ৯ এমএম পিস্তল এবং ১টি কার্বাইন। ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। ২০১০ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মণপুরের জঙ্গল থেকে ১টি এ কে ৪৭ উদ্ধার হয়। ওই বছরের ৬ জুলাই মেটালার জঙ্গল থেকে ১টি এসএলআর উদ্ধার হয়। ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি বাগঘরার জঙ্গল থেকে ১টি ইনসাস উদ্ধার হয়। শিলদার ঘটনায় সুদীপ চোঙদার, অনু মাইতি, কাজল মাহাতো, শুকলাল মাহাতো, লোচন সিংহ সর্দার-সহ বেশ কয়েকজন মাওবাদী নেতা-নেত্রী ধরাও পড়েছেন।
|
পুরনো খবর:
• শিলদা ক্যাম্পে হানা, নিহত ২১ জওয়ান
• ধরা পড়ল শিলদা-কাণ্ডের আসামি
|
|
|
|
|
|