টুকরো খবর
বিশ্ব অ্যাথলেটিক্সে বিকাশ সপ্তম
স্বপ্নপূরন হল না। বিশ্ব অ্যাথলেটিক্সে পদক জিততে পারলেন না ভারতের ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া। ৬৪.০৩ মিটার স্কোর করে সপ্তম স্থানে শেষ করলেন। সোনাজয়ী জার্মানির রবার্ট হার্টিংয়ের (৬৯.১১ মিটার) থেকে অনেকটাই পিছিয়ে। রুপো পোল্যান্ডের পিয়টর মালাচোস্কি (৬৮.৩৬) আর ব্রোঞ্জ জিতলেন ইস্তোনিয়ার জার্ড ক্যানটার (৬৫.১৯)। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সপ্তম স্থানেই শেষ করলেও এক বছরের মধ্যেই ব্যক্তিগত সেরা স্কোর ৬৬.২৮ মিটারে নিয়ে গিয়েছিলেন বিকাশ।
  ছবি এপি ও এএফপি
লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালে সেই স্কোর স্পর্শ করলেও ব্রোঞ্জ নিশ্চিত ছিল। কিন্তু সেই কৃতিত্ব দেখাতে ব্যর্থ হন তিনি। অপর দিকে, ছ’বছর পরে ফের বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতলেন ইয়েলেনা ইসিনবায়েভা। এ দিনই পোল ভল্টকে বিদায় জানালেন।

পুরনো খবর:
আবহাওয়া নিয়ে চিন্তিত ডাচ কোচ
তাজিকিস্তানের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে নামার আগে খুজানের আবহাওয়া চিন্তায় রাখছে ভারতীয় দলের কোচ উইম কোভারম্যান্সকে! কখনও রোদ, কখনও বৃষ্টি, আবার কখনও বা ঠান্ডা। প্রতিদিনই বদলে যাচ্ছে খুজানের আবহাওয়ার চরিত্র। বিচিত্র এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অবশ্য চারদিন আগেই তাজিকিস্তান পৌঁছে গেছেন মেহতাব হোসেন-সুনীল ছেত্রী-সন্দীপ নন্দীরা। কোভারম্যান্সও বলছেন, “বহুদিন পর জাতীয় দল খেলতে নামছে। দলের প্রস্তুতিতে আমি খুশি।” তবু, ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে থাকা দলকে বেশ সমীহ করছে কোভারম্যান্সের ভারত। কাঠমান্ডুতে সাফ গেমসের আগে এটাই শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ সুনীল-লেনিদের। পাঁচ বছর আগে দিল্লিতে সাফ কাপের ফাইনালে ৪-১ এ তাজিকিস্তানকে হারিয়েছিল ভারত। হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। সে দিনের জয়ের নায়ক ম্যাচের ২৪ ঘণ্টা আগে বললেন, “অতীতের কথা ভেবে লাভ নেই। প্রতিটা ম্যাচই নতুন। প্রদর্শনী ম্যাচ হলেও এই লড়াইটা একেবারে আলাদা।” ২০১২-র মার্চে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচে অবশ্য তাজিকিস্তানের কাছে ভারত হেরেছিল ০-২ গোলে। সে দিক থেকে দেখতে গেলে, এ দিনের ম্যাচটি ভারতের কাছে বদলার ম্যাচ।

মৌমা, কোহলির অর্জুন
জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য ছিলই। এ বার মৌমা দাসের মুকুটে যোগ হল অর্জুন পুরস্কারও। উচ্ছ্বসিত বাংলার তারকা টেবল টেনিস প্লেয়ার বললেন, “অলিম্পিক খেলেছি, চার বার জাতীয় চ্যাম্পিয়ন, পাঁচ বারের রানার্স। অর্জুন পুরস্কার পাওয়াই শুধু বাকি ছিল। আমার কাছে এটা বাংলার সম্মান।” জাতীয় টেবল টেনিস ফেডারেশন থেকে দুপুর আড়াইটে-তিনটে নাগাদ ফোন করে খবরটা জানানো হয় মৌমাকে। জাতীয় টিটি কোচ ভবানী মুখোপাধ্যায় আর ফেডারেশনের সচিব ধনরাজ চৌধুরীর পাশাপাশি ইন্দু পুরি, মনজিৎ দুয়া-র মতো প্রাক্তন প্লেয়াররাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। মৌমা ছাড়া অর্জুন পুরস্কারের জন্য বেছে নেওয়া ১৫ জন প্লেয়ারের মধ্যে আছেন ক্রিকেটার বিরাট কোহলি, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, অ্যাথলিট রঞ্জিত মাহেশ্বরী, তিরন্দাজ চক্রভেলু সুয়োরো, বক্সার কবিতা চাহালরাও। রাজীব গাধীঁ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্যুটার রঞ্জন সোধি।

ফের শীর্ষে দীপ্তায়ন
জাতীয় সাব জুনিয়র দাবায় ফের শীর্ষে উঠে এল দীপ্তায়ন ঘোষ। অরবিন্দ চিদম্বরমকে হারিয়ে শীর্ষে উঠে আসে টুর্নামেন্টের শীর্ষবাছাই দীপ্তায়ন। মুরলী কার্তিকেয়ন ও বি কুমারনও দশম রাউন্ডের পর প্রথম স্থানে। তিন জনেরই পয়েন্ট আট। বুধবার চূড়ান্ত লড়াই। মেয়েদের বিভাগে শীর্ষে জি কে মণীষা।

বাইকবাজ কোহলি
ছবি পিটিআই
তাঁর অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে এর আগে দেখা গিয়েছে এ রকম দৃশ্যে। এ বার বাইকে সওয়ার বিরাট কোহলি, লখনউয়ের রাস্তায়। বুধবার এক অনুষ্ঠানে কোহলির মুখে শোনা গেল রোহিত শর্মার স্তুতি। বলেন, “রোহিতের মধ্যে অধিনায়ক হওয়ার মশলা আছে। ওর ক্রিকেটীয় বুদ্ধিটা দারুণ। আমি তো ওর থেকে পরামর্শও নিই।”

ভ্যাটিকানে বুঁফো ও মেসি
ছবি: এএফপি
পোপের জন্য বিশেষ উপহার নিয়ে মঙ্গলবার ভ্যাটিকানে বুঁফো ও মেসি। বুধবার ফিফা ফ্রেন্ডলিতে বুঁফোর ইতালির মুখোমুখি মেসির আর্জেন্তিনা। মেসির স্বদেশীয় পোপ ফ্রান্সিস এ দিন ফুটবলারদের বলেন, “সবার আগে তোমরা মানুষ। তার পর চ্যাম্পিয়ন।’’ সঙ্গে তাঁর রসিকতা, “ভাগ্যিস প্রীতি ম্যাচ! না হলে কাকে সমর্থন করব ভেবে পেতাম না।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.