বিশ্ব অ্যাথলেটিক্স
বিকাশ নিশ্চিত আজ পদক আসছে
শুধু দিল্লির অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া-র কর্তারাই নন। গোটা ভারত এখন তাকিয়ে রয়েছে মঙ্গলবার সন্ধে সাতটার দিকে। যখন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ডিসকাস ফাইনালে নামবেন ভারতের বিকাশ গৌড়া।
মস্কোয় উপস্থিত বিকাশের বাবা শিবা গৌড়া দিল্লিতে ফেডারেশন প্রেসিডেন্ট আদিল সুমারিওয়ালাকে ফোনে ছেলের শপথের কথা শুনিয়ে দিয়েছেন ইতিমধ্যেই।
“বিকাশ নিশ্চিত বিশ্ব মিট থেকে দেশকে একটা পদক এনে দেবে।” সিনিয়র গৌড়ার অবশ্য ফাইনালের চব্বিশ ঘণ্টা আগে থেকেই টেনশন শুরু হয়ে গিয়েছে। “আমার তো এখন থেকেই ভীষণ টেনশন হচ্ছে,” জানিয়ে ফেডারেশন প্রেসিডেন্টকে তিনি আরও বলেছেন, “তবে এটুকু আমিও নিশ্চিত বলতে পারি যে, আমার আশা বিকাশ ফাইনালে নিজের সেরাটাই দেবে। ওর নিজেরই জাতীয় রেকর্ডটাও মনে হচ্ছে ভেঙে দেবে এ বার।”

গৌড়ার যে ভাবে বিকাশ
কীর্তির সোমবার
বিকাশ প্রথম থ্রোয়েই ৬৩.৬৪ মিটার ডিসকাস ছোড়েন। বাকি দু’টি চেষ্টায় তাঁর স্কোর ছিল ৬২.৫৯ আর ৬২.৬৭ মিটার। প্রথম থ্রোয়ের স্কোরে গ্রুপ ‘এ’-র চতুর্থ সেরা থাকায় ফাইনালে চলে যান বিকাশ। যোগ্যতা অর্জনের দিক থেকে মোট ১২ জন ফাইনালিস্টের মধ্যে বিকাশ সপ্তম স্থানে আছেন। শীর্ষে জার্মানির রবার্ট হার্টিং (৬৬.৬২ মিটার)।
অতীতের গ্রাফ
• ২০১৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা
• ২০১১ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো
• ২০০৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো
• ২০১০ এশিয়ান গেমসে ব্রোঞ্জ
• ২০১০ কমনওয়েলথ গেমসে রুপো
• লন্ডন অলিম্পিকে অষ্টম
• ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সপ্তম
ডিসকাস থ্রো আর শট পাট দুটো ইভেন্টেই নামেন। মহীশূরে জন্ম হলেও বড় হন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। ২০০৬ মার্কিন এনসিএএ জাতীয় চ্যাম্পিয়ন। ২০১২ সালে ব্যক্তিগত সেরা থ্রো ৬৬.২৮ মিটার। যা জাতীয় রেকর্ড।

আমেরিকার ওকলাহোমা রাজ্যের নর্ম্যান শহরে গত বছর এপ্রিলে বিকাশের ছোড়া ৬৬.২৮ মিটার শুধু ভারতের জাতীয় রেকর্ডই নয়। তাঁর নিজের সেরা থ্রো-ও। সোমবার মস্কোয় হিটে সেরা থ্রোয়ার জার্মানির রবার্ট হার্টিংয়ের ৬৬.৬২ মিটারের থেকে যা সামান্য কম। দিল্লির ফেডারেশন মহলের ধারণা, ফাইনালে নিজের জাতীয় রেকর্ড ভাঙতে পারলেই মস্কো থেকে বিকাশ পদক আনবেন। ফাইনালে নামার আগে পুরো গৌড়া পরিবারকেই শুভেচ্ছা জানিয়েছেন ফেডারেশন প্রেসিডেন্ট।
মস্কোয় বিকাশ
মিটার ছুড়ে বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে।
ছেলেকে বিশ্বমানের থ্রোয়ার বানানোর স্বপ্নকে সফল করতে এখন সপরিবার শিবা গৌড়ার ঠিকানা আমেরিকার টেক্সাসে। গত কয়েক বছর ধরেই টেক্সাসের গডিনা থেরোয়াং সেন্টারে প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন থ্রোয়ার জন গডিনারের কাছে ট্রেনিং নিচ্ছেন ৩০ বছরের বিকাশ। তাঁর বাবা শিবা গৌড়া নিজেও একজন জাতীয় পর্যায়ের থ্রোয়ার। তাঁকে দেখেই আস্তে আস্তে ডিসকাস নিয়ে আগ্রহ তৈরি হয় ছোট্ট বিকাশের। আর বাবাকে অনুপ্রেরণা করেই বিকাশের থ্রোইং ইভেন্টে আসা। তবে শুধু ডিসকাসেই যে বিকাশ পারদর্শী তা কিন্তু নয়। শটপাটেও যথেষ্ট ভাল তিনি। যদিও এখন বিকাশের ফোকাস ডিসকাসে। শটপাটকে তিনি এখন আর খুব বেশি গুরুত্ব দেন না।
সুমারিওয়ালার কথায়, “বিকাশ নিশ্চয়ই বুঝতে পারছে ওর বয়স বাড়ছে। সুতরাং এ বারের বিশ্ব অ্যাথলেটিক্স থেকেই ওর পদক জেতার সবচেয়ে ভাল সুযোগ।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.