|
|
|
|
রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলন
নিজস্ব প্রতিনিধি • শিলচর |
রাস্তা যেন মৃত্যুফাঁদ!
অগণিত গর্ত ছড়িয়ে রাস্তার চারপাশে। সংস্কারের কাজ হয় নামেই। অভিযোগ, মাঝেমধ্যে ওই সব গর্তে মাটি, পাথর ফেলেই দায়িত্ব শেষ করে প্রশাসন। স্থানীয় সূত্রের খবর, বছরের পর বছর এমনই বেহাল দশায় রয়েছে শিলচর-ধোঁয়ারবন্দ সংযোগকারী রাস্তাটি। ৩৫ কিলোমিটার দীর্ঘ ওই পথে কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা।
তারই প্রতিবাদে আজ ছাত্র সংগঠনের আহ্বানে বৈঠকে বসলেন এলাকার মানুষ। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়, রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলন শুরু করা হবে। ২১ অগস্ট জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসবেন সকলে। তারপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
ওই এলাকার বাসিন্দারা জানান, ওই রাস্তাটি শাসক দলের বিধায়কদের এলাকাভুক্ত থাকলেও রাস্তা মেরামতির কোনও প্রশাসনিক উদ্যোগ না-নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রতনচন্দ্র দাস বলেন, “আগেও অনেক আন্দোলন হয়েছে। কিন্তু প্রশাসনের নজর পড়েনি। নেতারা মিথ্যা আশ্বাস দিয়েছেন। কাজ শুরু না-হলে এ বার আন্দোলন বন্ধ হবে না।” কাছাড়ের জেলাশাসক গোকুলমোহন হাজরিকা জানান, রাস্তাটি কাছাড় জেলায় হলেও এর দেখভাল করে পূর্ত বিভাগের করিমগঞ্জ আঞ্চলিক অফিস। এর জেরে প্রশাসনিক জটিলতার তৈরি হয়েছে। ওই রাস্তাটিকে শিলচর প্রশাসনের আওতায় আনতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন মিললেই কাজ করা হবে।” জেলাশাসকের দাবি, আগেও তিনি এই সড়কে সারাইয়ের কাজ করিয়েছেন। ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। দ্রুত পাথর ফেলা হবে।
|
|
|
|
|
|