|
|
|
|
অগুস্তা চুক্তি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ সিএজি-র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অগুস্তা ওয়েস্টল্যান্ড সংস্থার কাছ থেকে কপ্টার কেনার সময়ে বার বার নিয়ম ভাঙার অভিযোগ তুলল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। আজ সংসদে এই বিষয়ে সিএজি-র রিপোর্ট পেশ করা হয়েছে।
ইতালীয় সংস্থা ফিনমেকানিকার অধীন অগুস্তা ব্রিটেনে নথিবদ্ধ। ভারতে ভিআইপিদের জন্য ১২টি কপ্টার বিক্রির চুক্তির সময়ে ঘুষ দেওয়ার অভিযোগে ইতালিতে বিচার চলছে ফিনমেকানিকা প্রধান জিউসেপ্পে ওরসির। ভারতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী ও তাঁর ভাইরা।
সিএজি জানিয়েছে, যে কোনও প্রতিরক্ষা চুক্তির আগে একটি নির্দিষ্ট সর্বোচ্চ দাম স্থির করে দর কষাকষিতে নামে কেন্দ্র। এ ক্ষেত্রে ওই সর্বোচ্চ দাম ৪,৮৭১ কোটি টাকা ধরা হয়। কিন্তু, চুক্তির খরচ হিসেবে ৩,৯৬৬ কোটি টাকার কথা উল্লেখ করেছিল অগুস্তা। সিএজি-র মতে, এ ক্ষেত্রে মাত্রাছাড়া সর্বোচ্চ দাম ধরা হয়েছে। কোনও পরিস্থিতিতেই অগুস্তার দেওয়া খরচের হিসেবের প্রেক্ষিতে ওই দামকে ন্যায্য বলে মনে করা যায় না।
ভিআইপিদের জন্য কেনা কপ্টার পরীক্ষা করে দেখে বায়ুসেনা। সিএজি জানিয়েছে, নিজেদের এস-৯২ কপ্টার পরীক্ষা করে দেখতে দিতে রাজি ছিল অগুস্তার প্রতিযোগী সিকোরস্কি। কিন্তু, অগুস্তার যে কপ্টার ভারতকে বেচার কথা তা তখনও পুরোপুরি তৈরিই হয়নি। তাই কিছুটা ওই হেলিকপ্টারের মতোই মার্লিন হেলিকপ্টার দিয়ে পরীক্ষার কাজ সারে অগুস্তা। সিএজি-র মতে, দুই সংস্থাকে সমান সুযোগ দেওয়া হয়নি। আরও কিছু অনিয়মের অভিযোগ করেছে তারা।
সংসদে নানা বিষয় নিয়ে এমনিতেই যথেষ্ট বিব্রত কেন্দ্র এই রিপোর্টে আরও অস্বস্তিতে পড়ল বলে মনে করা হচ্ছে। |
পুরনো খবর: কপ্টার নিয়ে সিএজি রিপোর্ট শীঘ্রই, আরও চাপে কেন্দ্র
|
|
|
|
|
|