|
|
|
|
ত্রিপুরায় মামলার খবর মিলবে এসএমএস-এ
আশিস বসু • আগরতলা |
রাজ্যের কোনও আদালতে বিচারাধীন মামলার খোঁজখবর মিলবে এসএমএস-এ। এমনই পরিষেবা চালু হচ্ছে ত্রিপুরায়। নাম, ‘কেস ইনফরমেশন সিস্টেম’ (সিআইএস)। কম্পিউটারে মামলার বিষয়ে জেনে নিতে পারবেন বিচারক।
ওই পরিষেবায় বিচারপ্রার্থী, আইনজীবীরা একটি নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে কোনও মামলার পরিস্থিতি, পরবর্তী শুনানির তারিখ জানতে পারবেন। একইসঙ্গে ত্রিপুরা হাইকোর্টে তৈরি হবে ‘সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি’ও।
ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্ত বলেন, ‘‘রাজ্যে আইন পরিষেবার বিকেন্দ্রীকরণের উদ্দেশেই ওই পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। এতে বিচারব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে। বিশ্বাস বাড়বে বিচারপ্রার্থীরও।” প্রধান বিচারপতি জানান, ঠিক কোন সময়ে কোন মামলার শুনানি হবে, তা আগে থেকে এসএমএস-এ জানতে পারবেন যে কেউ। এতে বিচারপ্রার্থীদের হয়রানি কমবে। অযথা সময় নষ্ট হবে না আইনজীবীদেরও।
এসএমএস পরিষেবার উদ্বোধনে ত্রিপুরা হাইকোর্টে এসেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লকুর। তিনি বলেন, ‘‘বিচারব্যবস্থায় বিকেন্দ্রীকরণের এ কাজ প্রশংসনীয়। অন্য রাজ্যের হাইকোর্টগুলিও এ পথে এগতে পারে।’’
নতুন এসএমএস পরিষেবায় ‘ন্যাশনাল জুডিসিয়াল ডেটা গ্রিড’-এর (এনজেডিজি) সুবিধাও পাবে ত্রিপুরার আদালতগুলি। সে ক্ষেত্রে হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতের মামলার তথ্য এনজেডিজি-র আওতায় রাখতে হবে। ওই কাজ শেষ হবে ২০১৪ সালে মার্চেই।
হাইকোর্টে ‘সাইবার ফরেন্সিক গবেষণাগার’ চালু হওয়ায়, কোনও মামলার ফরেন্সিক রিপোর্ট প্রয়োজনে ফের আদালতের গবেষণাগারে যাচাই করে নেওয়া সম্ভব হবে। ওই কাজের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে।
ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র জানান, এই মুহূর্তে সেখানে পুরনো সমস্ত মামলার ‘নিষ্পত্তি’ হয়ে গিয়েছে। তাঁর কথায়, ‘‘দেশের উচ্চ আদালতগুলির ইতিহাসে এই পদক্ষেপ বিরল।’’ |
|
|
|
|
|