কোথাও মেট্রোর কাজ, কোথাও বসানো হচ্ছে জলের পাইপলাইন। তার জেরেই দীর্ঘদিন ধরে বেহাল বাইপাস। কিন্তু এই অবস্থা আর সহ্য করতে নারাজ রাজ্য সরকার। তড়িঘড়ি মেরামতির ব্যবস্থা নিশ্চিত করতে তাই এ বার রাস্তায় নামলেন খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
মঙ্গলবার দুপুরে পরমা আইল্যান্ড থেকে কামালগাজি পর্যন্ত ঘুরে দেখলেন পুরমন্ত্রী। সঙ্গে কেএমডিএ, রেল বিকাশ নিগম ও পুরসভার ইঞ্জিনিয়ার ও কর্তারা। পরে পুরমন্ত্রী বলেন, “রাস্তার খারাপ হয়ে যাওয়া অংশে অবিলম্বে তাপ্পি (প্যাচওয়ার্ক) দিতে রেল বিকাশ নিগম, পুরসভা, কেএমডিএ-কে বলা হয়েছে। আশা করি, তিন-চার দিনে তা হয়ে যাবে। পরে আরও ভাল করে কাজ হবে।”
দুপুর ১টা নাগাদ পরমা আইল্যান্ড থেকে বেরিয়ে রুবি হয়ে কামালগাজি যান পুরমন্ত্রী। ফেরেনও বাইপাস ধরেই। রাস্তার হাল দেখতে বেশ কিছু জায়গায় গাড়ি থামিয়ে তিনি নেমেও পড়েন। মেরামতি নিয়ে ইঞ্জিনিয়ার ও কর্তাদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। |
হাল দেখতে পথে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। —নিজস্ব চিত্র। |
বাইপাসের গড়িয়ার দিকে শুরু করে ধাপা পর্যন্ত গর্ত খুঁড়ে ১৪০০ মিলিমিটার ব্যাসের জলের পাইপ বসাচ্ছে পুরসভা। রাস্তার ধারে পড়ে রয়েছে মাটি। কয়েক জায়গায় এখনও গর্ত। কয়েক জায়গায় রাস্তা ভেঙেছে। কেএমডিএ সূত্রের খবর, পুরসভা গর্ত বুজিয়ে দিলে কেএমডিএ পিচ করে দেবে বলে এ দিন সিদ্ধান্ত হয়েছে।
পরমা আইল্যান্ড, রুবি মোড়, ভিআইপি বাজার, নস্করহাট মোড়, অজয়নগর-সহ কিছু এলাকার অবস্থা বিপজ্জনক। বাসিন্দাদের বক্তব্য, বাইপাসে মেট্রোর কাজের জন্য কিছু অংশ ঘিরে রাখা। তাই জল জমছে। বিটুমিনের ভিতরে জল ঢুকে রাস্তা খারাপ হচ্ছে। পিচ উঠে বেরিয়ে পড়ছে খোয়া, পাথরকুচি। দুর্ঘটনাও লেগে রয়েছে। গড়িয়ার বাসিন্দা মনু রায় বলেন, “বাইক চালাতে ভয় হয়। পাথরকুচিতে চাকা পড়লেই পিছলে যাবে!” ভাঙা রাস্তায় ধুলোও উড়ছে।
কেএমডিএ সূত্রের খবর, উল্টোডাঙা থেকে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত বাইপাসের দৈর্ঘ্য ১৫.৬ কিমি। এর মধ্যে পরমা আইল্যান্ড থেকে রুবি পর্যন্ত অংশে মেট্রোর কাজের জন্য ঘেরা হলেও দু’পাশের রাস্তা চওড়া করা হয়নি। রাস্তায় পাইলিংয়ের কাজ চলার জন্যও বেশ কিছু জায়গায় পিচ উঠে গর্ত তৈরি হয়েছে। বাইপাসের এই অংশই সবচেয়ে বেহাল। রাস্তার ঘিরে রাখা অংশের দু’পাশ অবিলম্বে চওড়া করার জন্য এ দিন রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তাদের বলেন পুরমন্ত্রী। গর্ত মেরামতির কথাও তাঁদের বলা হয়। কেএমডিএ-র এক কর্তা বলেন, “রেল বিকাশ নিগমের কর্তারা আমাদের রাস্তা সারাতে অনুরোধ করেছেন। তাই মেট্রোর কাজের জন্য যে সমস্ত অংশে রাস্তা ভেঙেছে, তা কেএমডিএ-ই মেরামত করবে।”
অন্য দিকে, কামালগাজিতে কয়েক দিন আগে কেএমডিএ মেরামতি করলেও বর্ষায় ফের রাস্তার পিচ উঠে ভাঙাচোরা অবস্থা। এ দিন পুরমন্ত্রী ফের ওই সব অংশের মেরামতির জন্য কেএমডিএ কর্তাদের নির্দেশ দেন।
|