টুকরো খবর |
দিঘার হোটেলে ভাড়ার তালিকা রাখার নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সৈকতশহর দিঘার সমস্ত হোটেল ও লজে ঘর ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সোমবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক বৈঠকে সভাপতি শিশির অধিকারীর উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের সময় টানা তিন দিনের ছুটিতে দিঘার বেশ কিছু হোটেলে ঘর ভাড়া এক লাফে বেড়ে গিয়েছিল দ্বিগুণ বা তারও বেশি। ফলে আগে থেকে ঘর ভাড়া করে না আসা পর্যটকরা সমস্যায় পড়েন। পর্যটকদের কথা মাথায় রেখে গত শনিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দের নির্বাহী আধিকারিক সৌমেন পাল দিঘার হোটেল মালিক সংগঠনগুলির প্রতিনিধিদের ডেকে সব হোটেলে ভাড়ার তালিকা রাখার নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও দিঘা শহরকে যানজটমুক্ত করতে সোমবারের বৈঠকে দিঘার বাইপাস ব্যবহার করে শহরে একমুখী পরিবহণ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৯ অগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে পরিবহণ সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। সৌমেনবাবু জানান, দিঘায় আসা যানবাহন পুরনো দিঘা হয়ে দিঘা বর্ডারের দিকে বাস টার্মিনাসে যাবে। অন্য দিকে দিঘা থেকে ফেরত যাওয়া যানবাহন দিঘা শহরের বাইপাস হয়ে বেরিয়ে যাবে। বৈঠকে একই সঙ্গে দিঘার নিকাশি ব্যবস্থা ও সমুদ্রে ভাঙন রোধ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
পুরনো খবর: দিঘায় আটশোর ঘর আড়াই হাজার
|
ত্রিপুরা সীমান্তে বসছে দু’টি আন্তর্জাতিক হাট
সংবাদসংস্থা • আগরতলা |
সীমান্ত এলাকার হাট এ বার দুই পারের মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। আপাতত ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের দু’টি হাটকে বেছে নেওয়া হয়েছে। একটি বিশালগড়ের কসবা এবং অন্যটি সাব্রুমের শ্রীনগর সীমান্তে। সম্প্রতি ভারত-বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ত্রিপুরার শিল্পমন্ত্রী জিতেন চৌধুরী জানিয়েছেন। তিনি জানান, চলতি আর্থিক বছরেই এই আন্তর্জাতিক হাট শুরু হবে। কসবা সীমান্ত হাটের দু’দিকে চিহ্নিতকরণের কাজও শেষ। কসবা এবং শ্রীনগর সীমান্ত হাট কী ভাবে চলবে, কী কী পণ্য বেচা-কেনা হবে, হাটে ব্যবহৃত ভারতীয় টাকা ও বাংলাদেশি টাকার পরিবর্তনই বা কী ভাবে হবে তার সবই ঠিক করবে দু’দেশের একটি যৌথ কমিটি। হাট শুরু হবে দুপুর একটা থেকে, চলবে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত। কসবায় হাট বসবে সপ্তাহে একদিন। শ্রীনগরে সপ্তাহে দু’দিন। এ ছাড়া, ধর্মনগর এবং কমলপুরের প্রস্তাবিত সীমান্ত হাট নিয়েও দু’দেশের মধ্যে কথা চলছে বলে শিল্পমন্ত্রী জানান। ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে মোট চারটি হাট চালু হওয়ার কথা রয়েছে।
|
মানসের দরবার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চিনি ও খাদ্যশস্য বহনে যাতে কেবল চটের বস্তা ব্যবহার করা হয় সে জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী কে এস রাওয়ের দ্বারস্থ হলেন রাজ্য কংগ্রেস নেতা মানস ভুইয়া।ঁ খাদ্যশস্য বহনে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা নিয়ে ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্র। কিন্তু এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতে পাট শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের কর্মহীন হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করেন মানসবাবু। তিনি বলেন, “রাজ্যে প্রায় ৪০ লক্ষ পাট চাষি ও ৪ লক্ষ চটকলের শ্রমিক রয়েছেন। কেন্দ্র প্লাস্টিকের ব্যবহার বাড়ালে ওই মানুষের একটি বড় অংশ রুজি হারাবেন।” কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী কে এস রাও মানসবাবুর উদ্বেগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
রিলায়্যান্স নিয়ে গুরুদাস-ইয়েচুরি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য মুকেশ অম্বানীকে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই অনৈতিক পথে ফায়দা তোলার জন্য মুকেশের রিলায়্যান্স সংস্থার সঙ্গে মনমোহন-সরকারের যোগসাজশের অভিযোগ তুলে প্রচারে নামছে বামেরা। সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত এই বিষয়ে পুস্তিকা লিখে ফেলেছেন। মঙ্গলবার সংসদ ভবনে সেই পুস্তিকা প্রকাশ করেছেন সিপিএমের সীতারাম ইয়েচুরি। দুই বাম নেতার অভিযোগ, কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে রিলায়্যান্স সংস্থাকে ঘুর পথে কোটি কোটি টাকার মুনাফা করার সুযোগ দিয়েছে ইউপিএ সরকার।
|
দশ রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের বেতন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের অধীনে থাকা ১০টি রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের বকেয়া বেতন ও অন্যান্য সুবিধা দেওয়ার প্রস্তাবে সায় দিল মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। এর মধ্যে রয়েছে হিন্দুস্তান কেবল্স, এইচএমটি, এইচএমটি বেয়ারিংস, হিন্দুস্তান ফটো ফিল্মস ইত্যাদি সংস্থা। কর্মীদের ২০১২ সালের ১ অক্টোবর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত ছ’মাসের বেতন, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি খাতে এই অর্থ দিতে অনুমতি মিলেছে। যে জন্য বাজেট বহির্ভূত খাতে বরাদ্দ করা হয়েছে ১২৮.২৬ কোটি টাকা।
|
বৈদ্যুতিন সুরক্ষা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পৃথিবীর যে কোনও প্রান্তে বসে অফিস, বিপণি, কারখানা বা বাড়ির নিরাপত্তা খতিয়ে দেখার প্রযুক্তি এনেছে সিকিওর আইটি সলিউশন্স। কর্তা প্রবাল সরকারের দাবি, ফায়ার অ্যালার্ম, মেটাল ডিটেক্টর-সহ নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা রয়েছে তাঁদের ঝুলিতে। তবে মূল বিশেষত্ব হল, বাড়ি বা অফিস চত্বরে বসানো সিসিটিভি-র ছবি নেটওয়ার্ক মারফৎ গ্রাহকের কম্পিউটারে পৌঁছে দেওয়া। যাতে তার উপর নজর রাখা সম্ভব হয়।
|
করমুক্ত বন্ড
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এনটিপিসি, ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক, হাডকো-সহ ১৩টি সংস্থাকে করমুক্ত বন্ড ছেড়ে ৪৮ হাজার কোটি টাকা তোলার অনুমতি দিল কেন্দ্র। ১০, ১৫ ও ২০ বছর মেয়াদের এই বন্ড কিনতে পারবেন সাধারণ লগ্নিকারীরাও। বাজার থেকে তোলা টাকা খরচ করা হবে পরিকাঠামো গড়ার কাজে।
|
ব্ল্যাকবেরি বিক্রি
সংবাদসংস্থা • টরন্টো |
স্মার্ট ফোনের বাজার ধরার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত বিক্রি হয়ে যেতে পারে ব্ল্যাকবেরি। সম্প্রতি ঢেলে সাজার পথ খুঁজতে কমিটি গঠন করেছে মোবাইলে ই-মেল ব্যবস্থার পথিকৃৎ কানাডার এই সংস্থা। সম্ভাব্য ক্রেতা হিসেবে নাম উঠে আসছে মাইক্রোসফট, অ্যামাজন, লেনোভো-র মতো সংস্থার।
|
|