রাস্তা আটকে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মোটরবাইকে চড়ে বাড়ি ফেরার পথে এক দৈনিক পত্রিকার চিত্র সাংবাদিকের রাস্তা আটকে ক্যামেরা-সহ জিনিসপত্র ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটে দু’নম্বর জাতীয় সড়কে পাল্লা-শ্রীরামপুর মোড়ের কাছে। ওই চিত্র সাংবাদিক অভিযোগ করেন, কাজ সেরে মিরছোবা-গাজনপুকুর এলাকার বাড়িতে ফেরার সময়ে তাঁকে আটকায় তিন দুষ্কৃতী। এক জন তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে ও আর এক জন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তার পরে তারা ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। মঙ্গলবার সকালে তিনি বর্ধমান থানায় অভিযোগ করেন। আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় জানান, তদন্ত শুরু হয়েছে।
|
খালে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গ্রামের খালে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানায়, মৃতের নাম শক্তিপদ ঘোষ (৬২)। বাড়ি জামালপুরের শ্রীকৃষ্ণপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, পেশায় খেতমজুর শক্তিপদবাবু সোমবার দুপুরে চাষের কাজ সেরে খালে স্নান করতে যান। তখনই তিনি তলিয়ে যান। খোঁজাখুঁজি করেও তাঁর কোনও হদিস মেলেনি। পরে মঙ্গলবার খালের জলে তাঁর দেহ ভেসে ওঠে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়।
|
পড়ে মৃত প্রৌঢ়া
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মোটরবাইক থেকে পড়ে জখম এক প্রৌঢ়ার মৃত্যু হল হাসপাতালে। পুলিশ জানায়, মৃতার নাম আভা মণ্ডল (৫৮)। বাড়ি ভাতারের ওরগ্রামে। গত শুক্রবার সকালে এক আত্মীয়ের বাইকের পিছনে বসে সিউড়ি রোড ধরে যাওয়ার সময়ে পড়ে গিয়ে আহত হন। বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছিল। সোমবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। |