|
|
|
|
ভাদ্রের বৃষ্টি স্টাইলিশ লুক
ভারী জিন্স কিংবা সালোয়ার ভিজে জাব্বুস। অন্য কী পরা যায়? জানাচ্ছেন প্রিয়দর্শিনী রক্ষিত |
শরৎ এসে গেল। তবুও এখনও মাঝেমাঝেই আকাশের মুখ ভার। তারই মাঝখানে প্যাচপ্যাচে গরম। আবার হঠাৎই ঝমঝম বৃষ্টি। আবওহাওয়ার এই মুড স্যুইং মাথায় রেখে পোশাকেও একটা ভারসাম্য দরকার। বাড়ি থেকে বেরোবেন যখন, তখন হয়তো রোদ্দুর গনগন করছে আর তার পরেই মুষলধারে বৃষ্টি। যাঁদের কাছে বৃষ্টি মানে জামায় কাদার ছিটে, কাদার ভয়ে ট্রাউজার বা সালওয়ার হাঁটুর উপরে তুলে হাঁটা তাঁদের জন্যে রইল ডিজাইনারদের টিপস। হঠাৎ বৃষ্টিতে ভারী জিন্স কিংবা সালোয়ার ভিজে জাব্বুস হতে পারে। কী ভাবে পার পাবেন? পরতেই পারেন পা-খোলা পোশাক যাতে ভিজে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
বৃষ্টিতে ক্রপ্ড ট্রাউজার
অফিসে ফর্ম্যালসের বিধিনিষেধ যদি না থাকে, তা হলে আপনার জন্য আছে থ্রি-কোয়ার্টার প্যান্টস, ক্রপ্ড ট্রাউজার, এমনকী নানা স্টাইলের শর্টসও।
ভয় নেই, ব্যাপারটা কিন্তু পুরোদস্তুর ইন! শহরের পরিচিত ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত যেমন বলছিলেন, “এখনকার জেনারেশনের অনেকেই শর্টস পরে রাস্তাঘাটে বেরোন। বিশেষ করে বর্ষাকালে তো শর্টস বা থ্রি-কোয়ার্টার প্যান্টের কোনও বিকল্প নেই। পুরোপুরি জলে ডোবা না হলেও এখন প্রায় সব সময়ই রাস্তা কাদায় ভরা থাকে। সেখানে শর্টস বা ক্রপ্ড প্যান্ট পরাটাই বুদ্ধিমানের কাজ হবে।” |
|
ঝমঝম বৃষ্টি। ছোট্ট স্কার্ট। ট্যাঙ্ক টপ
বছর পাঁচেক আগেও কলকাতার রাস্তাঘাটে মেয়েদের এ রকম খোলামেলা ভাবে ঘোরা ছিল ঘোরতর ট্যাবু। পথচলতি লোকের বিরক্তিকর চাহনি, ছুটকো টীকা-টিপ্পনী উড়ে আসাটাও অবাক করা কিছু ছিল না। তবে এখন গ্লোবালাইজেশনের যুগে ফ্যাশন নিয়ে সাবেকি ধ্যানধারণা অনেকটাই পালটেছে, কিছুটা হলেও বদলেছে সাধারণের দৃষ্টিভঙ্গি। মধ্য কলকাতার এক নামী কলেজের ছাত্রী অরুণিমার কথায়, “ছোট স্কার্ট, ট্যাঙ্ক-টপ এগুলো এখন রাস্তায় প্রায়ই দেখা যায়। তাই এখন শর্টস পরে বেরোলেই যে হাঁ করে সবাই তাকিয়ে থাকবে, সব সময় সেটা হয় না। আমার কাছে সবার আগে অবশ্যই কমফর্ট।”
সুতি বা লিনেনের থ্রি কোয়ার্টার জলদি শুকোয়
জেন ওয়াইয়ের কাছে যে পোশাক প্রায় স্কুল ইউনিফর্মের মতো, সেই জিন্স কিন্তু বর্ষাকালে একশোয় পাসমার্কও তুলতে পারবে না। শর্টস বা ক্রপ্ড প্যান্টের দাপট অন্তত এই মরসুমে অপ্রতিরোধ্য। কেন? গ্রাফিক ডিজাইনার মৃণালিনী বলছিলেন, “অফিসে কোনও ড্রেস কোড নেই, তাই গরমকালে বা শীতে জিন্স পরে অফিস যেতে পারি। কিন্তু বর্ষাকালে জিন্স পরার অসুবিধে হল, কাদা আর জলের ছিটেয় জিন্সের তলার দিকটা একদম ভিজে যায়। ডেনিম এত মোটা ধরনের কাপড় বলে সেটা শুকোতেও প্রচুর সময় লাগে।” অগত্যা? “সুতি বা লিনেন-এর ক্রপ্ড প্যান্টসই বর্ষায় লাইফ সেভার। পাতলা কাপড়, তাই কাচলে সহজেই শুকিয়ে যায়,” বলছেন মৃণালিনী।
উর্ধ্ববাসে উজ্জ্বল রং, সঙ্গে ক্যাপ্রি কী শর্টস
এতটা পড়ে ঠিক করে ফেলেছেন যে এ বার এক জোড়া শর্টস বা ক্রপ্ড প্যান্ট কিনে ফেলবেন? তা হলে চট করে শুনে নিন ডিজাইনারের টিপস।
“বর্ষাকাল এমনিতে খুব মন-খারাপ করা মরসুম, তাই এই সময়টা নিজেকে চনমনে রাখতে উজ্জ্বল রঙের জামাকাপড় পরা উচিত,” বলছেন অভিষেক দত্ত। তাঁর পছন্দ ব্রাইট ক্যান্ডি কালারের শর্টস বা ক্রপ্ড প্যান্টস। যেমন ফ্লুরোসেন্ট পিঙ্ক বা নীল বা হলুদ, টকটকে লাল। শর্টস বা ক্রপ্ড প্যান্টসে এখন ফ্লোরাল প্রিন্ট খুব পপুলার। তবে বড়-বড় ফুলের প্রিন্ট নয়, ডিজাইনারের ভাষায় ‘মিনিয়েচার ফ্লোরালস’। এর সঙ্গে অবশ্যই পরতে হবে সাদা বা অফ হোয়াইটের মতো নিউট্রাল রঙের টপ। “সঙ্গে ফ্ল্যাট চটি বা উজ্জ্বল রঙের ক্রক্স। চামড়ার জুতো এই মরসুমে একেবারেই চলবে না। বরং বেছে নিন নানা রঙের টাই-আপ চটি, না হলে প্রিন্টেড ফ্লিপ-ফ্লপ্স।”
ভারী শরীরের জন্য কুলটস
যাঁদের শরীরের নীচের দিকটা ভারীর দিকে, তাঁদেরও মুখ গোমড়া করে থাকার কিছু নেই। আপনাদের জন্য রয়েছে ‘কুলট্স’। নামটা শুনতে একটু অদ্ভুত হলেও জিনিসটা খুবই সহজ। অভিষেকের কথায়, “কুলট্স ঠিক থ্রি-কোয়ার্টারের মতোই, তবে পুরোটা চাপা নয়। হেমলাইনের কাছে, মানে প্যান্টের নীচের দিকটায় বেশ কিছুটা ঘের দেওয়া। যাঁদের শরীরের নীচের দিকটা ভারী, তাঁরা স্বচ্ছন্দে এগুলো পরতে পারেন।” সমস্যাটা যদি হয় উল্টো, তা হলে টাইট ক্রপ্ড প্যান্টসের সঙ্গে পরে নিন একটু লম্বা ঝুলের হাল্কা ঢিলেঢালা টপ বা সুতির শার্ট।
তা হলে?
আপনি করিনার মতো সাইজ জিরো হন বা বিদ্যা বালনের মতো কার্ভি, তাতে কিছু এসে-যায় না। আপনি যেমন, ঠিক তেমন শর্টস বা ক্রপ্ড প্যান্টস অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। ভরা ভাদ্রের বৃষ্টিতে এ ভাবে আগাম নিয়ে আসুন পুজোর স্টাইল স্টেটমেন্ট। |
পায়ের তলায় রিমঝিম |
• ম্যাড়ম্যাড়ে পরিবেশে চনমনে থাকতে বেছে নিন উজ্জ্বল রং। যদি প্যান্টে বা স্কার্টে গাঢ় রং থাকে, তা হলে শার্টে বা টপেও গাঢ় রং ব্যবহার করতে পারেন।
• ক্রপ্ড প্যান্টের সঙ্গে ফিটেড টপ বা শার্ট।
• আর্দ্রতায় কোনও হেয়ারস্টাইল রাখতে পারবেন না। তাই পনিটেল বা বিনুনি বেঁধে নিন।
• ভাল সোলের স্যান্ডাল বা রবারের চটি পরুন।
• ওয়াটারপ্রুফ ক্যানভাস ব্যাগ সঙ্গে নিন।
• চেহারায় আলাদা স্মার্টনেস আনতে গেলে প্রিন্টেড শিফন বা জর্জেটের স্কার্ফ মাথায় বাঁধতে পারেন। বা স্টোলের মতো গলায় নিতে পারেন।
• উজ্জ্বল রংয়ের ক্রপ্ড প্যান্টস বা শর্টের সঙ্গে সাদা বা অফ হোয়াইট টি শার্ট ভাল মানাবে।
• যাঁদের শরীরের নীচের অংশ বেশি ভারী, তাঁরা কিনে ফেলুন ক্রপ্ড পালাজো বা প্যান্টস বা কুলট্স।
• ডেনিমের মতো মোটা ফেব্রিক ছেড়ে বেছে নিন সুতি, লিনেন বা খদ্দর।
• মেক আপ অবশ্যই ওয়াটারপ্রুফ হওয়া দরকার। |
পরামর্শ: ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্ত ও ডিজাইনার অভিষেক দত্ত |
|
|
|
|
|
|