|
|
|
|
এই বুঝি গেল প্রাণ
ফোন যতই স্মার্ট হোক, ব্যাটারিতে চার্জ না-থাকলে সব স্মার্টনেস ফুস্।
কী ভাবে সহজ উপায়ে জীবিত রাখবেন ফোন? লিখছেন অরিজিৎ চক্রবর্তী |
হাতে স্মার্টফোন। কিন্তু অন থাকলে, তবেই না ‘স্মার্ট’নেস। চার্জই যদি না-থাকল, স্মার্টফোনে লাভ কী হল?
তাই আপনাকেও স্মার্ট হতে হবে। বুদ্ধি খরচ করে ক’টা অ্যাপস্ ইন্সটল করে নিলেই বেড়ে যাবে ব্যাটারির আয়ু।
কিন্তু কী ভাবে ব্যাটারির আয়ু বাড়াবে অ্যাপস?
ফোনের ব্যাটারির অনেকটাই খরচ হয় কাজে না-লাগা অ্যাপসের পিছনে। মানে আপনি হয়তো ফেসবুকে ছিলেন। এর মাঝে একটা ‘কল’ এল। আপনি ফেসবুক বন্ধ না করে, কলটা নিলেন। এ দিকে ফেসবুক কিন্তু চালুই থাকল। ব্যাটারি বাঁচানোর অ্যাপসগুলো এই ‘ব্যাকগ্রাউন্ড’য়ে চলা কাজগুলো বন্ধ করে দেবে।
এ ছাড়াও পারিপার্শ্বিক আলোর উপর ভিত্তি করে ফোনের স্ক্রিন রেজোলিউশন কমিয়ে বা বাড়িয়ে দেবে, যাতে বেশি সময় টিকে থাকবে ব্যাটারি। কিছু কিছু অ্যাপস আরও একটা কাজ করে, সেটা হল ফোনে যখন কোনও কাজ করা হচ্ছে না, মানে ফোন ‘স্লিপ’ মোডে আছে, তখন সিপিইউ-কে আস্তে করে দেবে। সত্যিই তো মনস্টার শ্যুটার না-খেললে কী করতে ২ গিগাহার্জ প্রোসেসরকে খাটাবেন? |
|
শুধুই তাই নয়, এই সব অ্যাপসগুলো আপনার ফোনের ব্যবহার লক্ষ রাখবে। মানে আপনি কখন-কোথায় ওয়াই-ফাই ব্যবহার করেন? দিনে না রাতে? বাড়িতে না অফিসে? সেটা বুঝে ওয়াই-ফাই সার্চ চালু করবে। ফলে সব সময় ওয়াই-ফাই সার্চ করে চার্জ ফুরোনোর চাপ থাকবে না।
আবার ধরুন, জিও-ট্যাগ। কোনও জায়গায় যেতে হলে জিপিএস ঠিক আছে। কিন্তু ছবি তুললেই তাতে জিও-ট্যাগ করার তো কোনও মানে হয় না। ব্যাটারি বাঁচানো অ্যাপসগুলো বিনা-দরকারে জিওট্যাগ বন্ধ করে রাখবে।
আর বেশির ভাগ অ্যাপস নিজে থেকেই করে দেবে এ সব। আপনাকে শুধু একবার ইন্সটল করতে হবে। তবে সিকিওরিটি নিয়ে চিন্তা থাকলে অটোমেটিক মোড বাদ দিয়ে, নিজের সুবিধা মতোও ‘ম্যানুয়াল’ মোডে ব্যবহার করুন।
অ্যাপস্
ব্যাটারি বাঁচাতে এই সব অ্যাপস ইন্সটল করতে পারেন আপনার ফোনে:
• জুসডিফেন্ডার (অ্যান্ড্রয়েড)
• ব্যাটারি লাইফ প্রো (আইওস)
• ব্যাটারি বুস্টার (ব্ল্যাকবেরি)
• ব্যাটারি (উইনডোজ) |
পঞ্চতন্ত্র
অ্যাপসের উপর সব দায়িত্ব কী ছেড়ে দিলে হবে, নিজেকেও তো কিছু করতে হবে |
• যে অ্যাপস ব্যবহার করছেন না, সেগুলোকে বন্ধ করে দিন। অপশনে যান, তার পর ‘ক্লোজ’ করুন। হোম বাটন চেপে বেরিয়ে আসবেন না
• লোকেশন সার্ভিস সব সময় অন করে রাখবেন না। শুধু ব্যাটারি নয়, প্রাইভেসিও বাঁচবে
• পুশ নোটিফিকেশন বন্ধ করুন। ফেসবুকের পোস্ট বা টুইটার কমেন্ট পাঁচ মিনিট পরে দেখলে মহাভারত অশুদ্ধ হবে না
• ফোনের নেটওয়ার্ক ব্যবহার করলে, ওয়াই-ফাই আর ব্লু টুথ সার্চ বন্ধ রাখুন। যা ব্যবহারই করবেন না, কেন খামখা তা খুঁজবেন!
• শেষ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এখনই স্ক্রিন রেজোলিউশন কমান |
|
|
|
|
|
|