|
|
|
|
অবরোধ এড়াতে সাত সকালে দফতরে চান্ডি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বড় কোনও অশান্তি ছাড়াই কাটল কেরলে বামেদের সচিবালয় অবরোধের প্রথম দিন। সোমবার কড়া নিরাপত্তা বলয় নিয়ে সকাল ৭টায় সচিবালয়ে নিজের দফতরে ঢুকতে হল মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডিকে! আপৎকালীন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক সারা হল সকাল ৯টায়। কারণ, বামেদের অবরোধ কর্মসূচি শুরুর কথা ছিল সকাল ১১টায়। দিনভর বাম কর্মী-সমর্থক ঘিরে রেখেছিলেন সচিবালয় ভবন। সন্ধ্যার দিকে তিরুঅনন্তপুরমের ভেল্লায়াবলমে পুলিশের গাড়িতে অবরোধকারীদের ইট ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়া তেমন কিছু ঘটেনি।
তবে আজ কিছুটা নরম মনোভাব দেখিয়েছে চান্ডি সরকারই। সৌর কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রীর ইস্তফা এবং বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্ট কালের সচিবালয় অবরোধে নেমেছে বিরোধী জোট এলডিএফ। মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী এনেছে রাজ্য। তবে সরকারি কোনও পদক্ষেপে প্ররোচনা তৈরি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, এই মর্মে আশঙ্কা প্রকাশ করেন একাধিক মন্ত্রী। তার পরেই আধা-সামরিক বাহিনীকে জরুরি পরিস্থিতির জন্য রেখে পুলিশ দিয়েই কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশিই, বিরোধীদের উদ্দেশে আলোচনার আহ্বান জারি রাখা হবে।
বামেরা অবশ্য আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এ বিজয়রাঘবনের কথায়, “সমাধানের পথ, দুর্নীতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী সরে দাঁড়ান! আমরা সরকারের পতন চাইছি না!” সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেছেন, “মুখ্যমন্ত্রীকে পাহারা দিতে আইটিবিপি এখানে ঘুরে বেড়াচ্ছে! অথচ তাদের কাশ্মীর সীমান্তে পাহারা দেওয়ার কথা!” |
পুরনো খবর: বাম অবরোধ সচিবালয়ে, বাহিনী ডাকলেন চান্ডি |
|
|
|
|
|