টুকরো খবর
সড়ক উন্নয়নে বিহারকে ১৮০০ কোটি এডিবি’র
সড়ক উন্নয়নে বিহারকে অতিরিক্ত অর্থসাহায্য দিতে রাজি হল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক। বিহার রাজ্য হাইওয়ে প্রকল্প-২ এর জন্য আরও এক হাজার আটশো কোটি টাকা দেবে তারা। উত্তর ও দক্ষিণ বিহারের ২৫৪ কিলোমিটার রাস্তার উন্নয়নে খরচ করা হবে এই টাকা। বিহারে নতুন রাস্তা তৈরি, বেহাল রাস্তা উন্নয়ন, উড়ালপুল তৈরির ফলে রাজ্যের প্রত্যন্ত এলাকায় যাতায়াত সহজ হবে জানিয়েছেন এক আধিকারিক। লোকসভা ভোটের আগে বিহার, উত্তরপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার পথে সম্প্রতি এগিয়েছে কেন্দ্র। পিছিয়ে পড়া রাজ্যের মর্যাদা পেলে রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় সাহায্য পাওয়ার পথ প্রশস্ত হবে। বিহারে সড়ক উন্নয়নে অতিরিক্ত অর্থ মঞ্জুরের পিছনেও এই সমীকরণই কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ওবামার নকল, কটাক্ষ মোদীকে
উন্নয়নের মুখ হিসেবে নিজেকে তুলে ধরতে কিছুটা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদী।-বলেছিলেন, “ইয়েস উই ক্যান। উই উইল ডু।” সোমবার তা নিয়েই তাঁকে কটাক্ষ করতে নেমে পড়ল কংগ্রেস। কংগ্রেস সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ বলেন, “এখন আমাদের এক জন দেশি ওবামাও রয়েছে দেখছি। ষোলো আনা ‘ফেকু’ (যে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে।)” দলীয় মুখপাত্র রেণুকা চৌধুরির কথায়, “বিরোধী শিবিরে এমন এক জনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে তুলে ধরা হচ্ছে, যাঁর নিজের মস্তিষ্ক খাটিয়ে স্লোগান দেওয়ার ক্ষমতাও নেই। অন্যের স্ক্রিপ্ট চুরি করছেন।” ক’দিন আগেই রাহুল গাঁধী দলের নেতাদের জানান, মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চলবে না। কিন্তু সে কথা কি শুনলেন দিগ্বিজয়, রেণুকা? রেণুকা বলেন, “ কারও নাম তো নিইনি। এক জন ওবামাকে নকল করছেন, সেটাই বলছি শুধু।”

স্বামীকে কুপিয়ে খুন
মদ্যপ স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক মহিলা। ঘটনাস্থল ত্রিপুরার দক্ষিণে বীরগঞ্জ থানার অন্তর্গত বুরবুরিয়ায়। অভিযুক্ত অঞ্জলিকন্যা জমাতিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরে পুষ্পহরি জমাতিয়া স্ত্রীকে নির্যাতন করত। ঘটনার দিনও অঞ্জলির কন্যাকে মারধর করে। ওই সময়ই ধারালো অস্ত্র দিয়ে পুষ্পহরিকে আঘাত করে ওই মহিলা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আদালত ধৃতকে জেল হেফাজতে পাঠিয়েছে।

মন্দিরে পদপিষ্ট হয়ে জখম ১২
মন্দিরের ভিড়ে পদপিষ্ট হয়ে জখম হলেন ১২ জন ভক্ত। আজ জেহানাবাদে বাবা সিদ্ধনাথ মন্দিরে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভগবানের ‘জলাভিষেক’ অনুষ্ঠানে মন্দির চত্বরে কয়েক হাজার মানুষের ভিড় জমেছিল। ভক্তদের ধাক্কাধাক্কিতে রাস্তার পাশের রেলিং ভেঙে যায়। তখনই পদপিষ্ট হন কয়েকজন। তাঁরা হাসপাতালে।

দেহ উদ্ধার
রাজধানীতে সচিবালয়ের কাছে একটি নর্দমা থেকে এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত বস্তাবন্দি অর্ধনগ্ন ওই দেহটিকে শনাক্ত করা যায়নি। দেহের মুখ, হাতে ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ জানায়, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, তা ময়না তদন্তেই জানা যাবে।

৪ জেলা যাক বৃহৎ ঝাড়খণ্ডে, দাবি
এ বার দক্ষিণবঙ্গের চারটি জেলাকে বৃহৎ ঝাড়খণ্ডে রাজ্যের অন্তর্ভুক্ত করার দাবি জানাল ছ’টি ঝাড়খণ্ড পার্টির সমন্বয় কমিটি। সোমবার এই কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলা, ওড়িশার ময়ূরভঞ্জ, কেওনঝড়, সম্বলপুর এবং ছত্তীসগঢ়ের দু’টি জেলাকে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে যুক্ত করে বৃহৎ ঝাড়খণ্ড রাজ্য গড়ে তুলতে হবে। এ দিন কলকাতা প্রেস ক্লাবে ঝাড়খণ্ড (নরেন গোষ্ঠী)-র নেত্রী চুনীবালা হাঁসদা, ঝাড়খণ্ড পিপ্লস পার্টির সূর্য সিংহ বেহেরা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গৌরচন্দ্র হেমব্রম এবং অন্যান্য নেতা সাংবাদিক সম্মেলন করেন। সূর্য জানান, বৃহৎ ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে তাঁরা ২৮ অগস্ট দিল্লি যাচ্ছেন। রাষ্ট্রপতির সঙ্গে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে দেখা করে ওই দাবি জানানো হবে। সেইসঙ্গে রাজ্য পুনর্গঠন কমিশনের কাছেও দরবার করা হবে বলে সংগঠনের নেতারা জানান।

আকাশযান গড়লো একাদশ শ্রেণির ছাত্র
দেশকল্যাণ চৌধুরীর তোলা ছবি।
ছোট্ট একটি আকাশযান। বানিয়েছে বেঙ্গালুরুর একাদশ শ্রেণির ছাত্র রোহিত দে। নাম দেওয়া হয়েছে ‘কোয়াডরোটন’। চার ব্লেডের পাখাওয়ালা ব্যাটারি চালিত আকাশযানটি তিনশো মিটার উঁচুতে উঠে ছবি তুলতে পারে। এমনকী চালক ছাড়াও। একটানা উড়তে পারে ১৫ থেকে ২০ মিনিট। করতে পারে নজরদারিও। ওজন ৫৬০ থেকে ৬০০ গ্রাম। মান্না দে-কে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মান দিতে কয়েক মাস আগে বেঙ্গালুরু গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন রোহিত তাঁর সঙ্গে দেখা করে আকাশযানটির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে রোহিত কলকাতায় তার আকাশযানটি নিয়ে এসেছে। ১৫ অগস্ট রেড রোডে সরকারের অনুষ্ঠানে প্রদর্শিত হবে আকাশযানটি। সোমবার তারই মহড়া দিচ্ছে রোহিত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.