একদম সেয়ানে-সেয়ানে লড়াই বলতে যা বোঝায়! হ্যারিসের শুরুতেই তিন উইকেটের জবাব বেল দিলেন চলতি অ্যাসেজ সিরিজে তৃতীয় সেঞ্চুরি করে। যার সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৩৪-৫ তুলে ইংল্যান্ড ২০২ রানে এগিয়ে। বেল ক্রিজে ১০৫ রানে।
অ্যাসেজে চতুর্থ টেস্টের তৃতীয় দিন ব্যাটে-বলে চমক দেখালেন রায়ান হ্যারিস। যার পালটা দিলেন দুই ইংরেজ ব্যাটসম্যান ইয়ান বেল আর কেভিন পিটারসেন। |
সিরিজে তৃতীয় সেঞ্চুরি করে।
|
আগের দিনের শতরানকারী অস্ট্রেলীয় ওপেনার ক্রিস রজার্স এ দিন স্কোর বোর্ডে মাত্র ন’রান (১১০) জোড়ার পরেই ফিরে যান ড্রেসিংরুমে। দলের রান তখন সাত উইকেটে ২৩৩। এর পর ব্যাট হাতে রায়ান হ্যারিসের ৩৩ বলে ঝোড়ো ২৮ রানের দৌলতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৭০-এ।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল হাতে প্রথম ধাক্কাটিও দেন হ্যারিসই। দলের ১৭ রানের মাথায় ফিরে যান ওপেনার জো রুট (২)। হ্যারিসের দাপটে রুটের প্রায় পিছু-পিছু ড্রেসিংরুমে ফেরেন অ্যালিস্টার কুক (২২) এবং জোনাথন ট্রট (২৩)। মাত্র ৪৯ রানে টপ অর্ডারের তিন প্রতিষ্ঠিত তারকাকে হারিয়ে ডারহামে ইংল্যান্ড ব্যাটিং যখন নড়বড় করছে ঠিক তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ান কেভিন পিটারসেন। কেপির ৮৪ বলে ৪৪ রান প্রথমে নির্ভরতা দেয় ইংলান্ড ইনিংসকে। তার পর থেকে বেল প্রায় একার কাঁধে টেনে চলেছেন দলকে। |