ভূগর্ভস্থ কোল বেড মিথেন (সিবিএম) তোলার প্রকল্পে ফের বাধা পেল এসার অয়েল। প্রতিশ্রুতি দিয়েও এলাকায় উন্নয়নের কাজ করেনি সংস্থাটি, এই অভিযোগে বর্ধমানের কাঁকসায় আকন্দারা গ্রামে পথ অবরোধ করলেন বাসিন্দারা। প্রকল্পের গাড়ি আটকে পড়ায় আটটি পিট ও দু’টি গুদামে কাজ বন্ধ থাকল রবিবার। পুলিশ গিয়েও অবরোধ তুলতে পারেনি। এসার কর্তৃপক্ষ জানান, আলোচনা করে সমস্যা মেটানো হবে।
মিথেন তোলার জন্য বর্ধমানের অন্ডাল, পাণ্ডবেশ্বর, ফরিদপুর ও কাঁকসায় প্রায় দেড়শো কুয়ো খুঁড়েছে এসার। সংস্থা সূত্রে খবর, লগ্নির পরিমাণ প্রায় পনেরোশো কোটি টাকা। কিন্তু গত সাত মাসে বারবার নানা দাবিতে গ্রামবাসীরা আন্দোলনে নামায় ব্যাহত হয়েছে প্রকল্পের কাজ। কখনও জমির দাম না মেলার অভিযোগ, কোনও সময়ে এলাকায় রাস্তা, আলো বা পানীয় জলের ব্যবস্থার দাবি, আবার কখনও স্থানীয় লোকজনের নিয়োগ চেয়ে কাজে বাধা দেওয়া হয়েছে। |
কাজ বন্ধ এসার কারখানার পিটে। ছবি: বিকাশ মশান |
এ দিন সকাল ৯টা নাগাদ আকন্দারা গ্রামের শ’খানেক বাসিন্দা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। কয়েক জন এসারের নানা পিটে গিয়ে কর্মীদের কাজ বন্ধ রাখতে বলেন। তাঁদের অভিযোগ, সংস্থার গাড়ি ও ডাম্পার চলায় বর্ষায় রাস্তা ভেঙে গিয়েছে। প্রকল্পের দূষিত জল বয়ে গিয়ে আশপাশের জমিতে পড়ায় তা চাষের অযোগ্য হয়ে উঠছে। কয়েক মাস আগে প্রশাসনের মধ্যস্থতায় বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেন এসার কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের দাবি, রাস্তা সংস্কার, পানীয় জলের বন্দোবস্ত, এমনকী ঠিকা কর্মী ও নিরাপত্তারক্ষী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্থার আধিকারিকেরা। কিন্তু বাস্তবে তা না হওয়ায় এ দিন ফের রাস্তা অবরোধ করা হল, দাবি তাঁদের।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় পতাকা না থাকলেও বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। দলের কাঁকসা ব্লক কিষাণ খেতমজুর কমিটির সভাপতি আজিজুল মিদ্যার অভিযোগ, “এসার গ্রামোন্নয়নের কোনও প্রতিশ্রুতি রাখেনি। ঠিকা কর্মী ও রক্ষী পদে বাইরের লোক নেওয়া হয়েছে। দাবিপূরণের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।” ঘণ্টা তিনেক পরে কাঁকসা থানার পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও অবস্থানে অনড় থাকেন বিক্ষোভকারীরা। ফলে, এ দিন ওই এলাকায় এসারের পিট ও গুদামগুলিতে আর কাজ হয়নি।
তৃণমূলের দুর্গাপুর শিল্পাঞ্চল কমিটির সভাপতি দেবদাস বক্সী বলেন, “এসারের কাজ যাতে বন্ধ না হয় সে ব্যাপারে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলব। তবে বাসিন্দাদের দাবিপূরণেও সংস্থাটির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।” এসারের রানিগঞ্জ অফিসের তরফে জানানো হয়, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে শীঘ্রই সমস্যা মিটিয়ে ফেলা হবে। |