তুহিন-হত্যার চার্জ গঠন
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তুহিন-হত্যার চার্জ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে আজ, সোমবার। কাটোয়া ফাস্ট ট্র্যাক কোর্টে ওই চার্জ গঠন হবে। সিআইডি-র আইনজীবী অসীম রায়চৌধুরি বলেন, “সব অভিযুক্তেরা আদালতে উপস্থিত থাকলে সোমবারই বিচারক তুহিন-হত্যার চার্জ গঠন করবেন।” ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি কাটোয়ার চাণ্ডুলি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলাকালীন গোলমাল শুরু হলে গুলিতে নিহত হন কলেজ শিক্ষক তথা কাটোয়ার কংগ্রেস নেতা তুহিন সামন্ত। অভিযোগ, গুলি চালিয়েছিলেন কাটোয়ার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা। এই ঘটনার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তারা ঘটনার আড়াই বছর পর এসিজেএম আদালতে চার্জশিট জমা দেয়।
পুরনো খবর: প্ররোচনার অভিযোগ দুই সিপিএম নেতার নামে
|
প্রতিশ্রুতি ভঙ্গে ধৃত কনস্টেবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ধৃত কনস্টেবল।—নিজস্ব চিত্র। |
বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বর্ধমান রেল পুলিশের এক কনস্টেবলকে। শনিবার রাতে বর্ধমান থানার পুলিশ ও রেল পুলিশ যৌথ অভিযোগ চালিয়ে তাকে ধরে। ধৃতের নাম মুন্না প্রসাদ। বাড়ি হুগলির মগরা থানার কাঁটাপুকুর গ্রামে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, কিছু দিন আগে এক মহিলা ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই তার খোঁজ চলছিল। শনিবার খবর পেয়ে তাকে ধরা হয়। রবিবার মুন্নাকে আদালতে তোলা হলে ১৯ অগস্ট পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
|
দুর্ঘটনায় আহত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাস দুর্ঘটনায় আহত হলেন কয়েক জন যাত্রী। রবিবার নতুনহাটগামী ওই বাস ঝিলু মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় আহত হয়েছেন ২০ জন যাত্রী। এর মধ্যে ৯ জন মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন। পুলিশ জানিয়েছে, একটি মোটরবাইককে পাশ দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ বাসটিকে আটক করেছে।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ। রবিবার সকালে নতুনহাট-গুসকরা রাস্তার মঙ্গলকোটের আড়াল গ্রামের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে খুন করে মৃতদেহটি ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। শনিবার রাতে কেতুগ্রাম থানার হলদিগ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, তাঁর নাম বাণী মাঝি (৪৮)। পুলিশের ধারণা, মানসিক অবসাদ থেকেই ওই মহিলা কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। |