শহরকে যানজট মুক্ত করতে কাটোয়া মহকুমাশাসকের দফতরে বৈঠকে বসলেন মহকুমা প্রশাসন, ব্যবসায়ী ও পুরপ্রতিনিধিরা। রবিবার বিকেলের ওই বৈঠকে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।
বৈঠকে ঠিক হয়, শহরের বাসস্ট্যান্ড থেকে মাধবীতলা খাদ্য নিয়ামক দফতর পর্যন্ত এবং স্টেশন থেকে কাছারি রোডের রবীন্দ্র পরিষদ ভবন পর্যন্ত ভ্যানে করে কোনও দ্রব্য বিক্রি করতে পারবেন না হকারেরা। নিরাপত্তার খাতিরে কাটোয়া শহরের স্টেশন বাজার চৌরাস্তায় পুলিশ ক্যাম্পের জায়গা না পাওয়া পর্যন্ত পুলিশ পিকেট থাকবে বলে জানিয়েছে প্রশাসন। ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে দোকানের সামনে রাস্তা দখল করতে পারবেন না তাঁরা। অভিযোগ, শনিবার বেলা ১১টা নাগাদ এক মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণ করে এক হকার। এর পর ওই হকার মাধবীতলার ব্যবসায়ী সদানন্দ রায়ের উপর হামলা চালায়। তাঁর দোকানে জিনিসপত্র লুঠপাট করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা কাটোয়া শহরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছিল। এ দিনের বৈঠকের পর ব্যবসায়ীরা বন্ধ তুলে নিয়েছে। ব্যাসায়ীকে মারধর ও লুঠপাটের ঘটনায় পুলিশ কাটোয়াপাড়া থেকে জুবাই শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। রবিবার তাকে মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ দিন শহরে রিকশা ভাড়ার তালিকা নিয়েও প্রশ্ন ওঠে। পুরসভা জানায়, শহরের ভিতর বিভিন্ন পঞ্চায়েত এলাকায় রিকশা ঢোকে। মহকুমা প্রশাসনকে এ নিয়েও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। |