বিশ্ব অ্যথলেটিক্সে দশ হাজার মিটারে অধরা সোনা ফারাহ-র
হিটে সাত নম্বরে থেকে সেমিফাইনালে বোল্ট
শুরুতেই ফলস স্টার্ট। না, এ বার আর উসেইন বোল্ট নন। তাঁর ঠিক বাঁ দিকের লেনে থাকা স্প্রিন্টার এই কীর্তিটি করলেন। তবে তাতেও গত বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঘটনের ছবিটা তাঁর মনের মধ্যে ভেসে ওঠেনি বোধহয়। দ্বিতীয় বার দৌড় শুরুর আগে শুধু এক বার আকাশের দিকে আঙুল তুললেন। বোধহয় ঈশ্বরকে বললেন, “হা ঈশ্বর, এ বার আর নয়, প্লিজ”। তার পরই দৌড় শুরু এবং অনায়াসে পেরিয়ে গেলেন ফিনিশ লাইন। ১০.০৭ সেকেন্ডে। অবশ্যই সবাইকে পিছনে ফেলে। গ্যালারিতে তখন চলছে বব মার্লের বিশ্ববিখ্যাত উদ্দাম রেগে ‘থ্রি লিটল বার্ডস’। হিটের সাফল্যের পর রবিবার দৌড়বেন ১০০ মিটারের সেমিফাইনালে। তার পর ফাইনাল।

দু’বারের অলিম্পিক সোনাজয়ী স্প্রিন্টারের কাছে এ বার যা বিশাল চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের প্রথম হার্ডল পেরোতে বিশ্বের দ্রুততম মানবকে একটুও বাড়তি পরিশ্রম করতে হল বলে মনে হল না। তা করার কথাও নয়। সেরাটা তো দেবেন রবিবার ফাইনালে, যদি না সেমিফাইনালে ফের ফলস্ স্টার্টের ভূত তাঁর ঘাড়ে চেপে বসে। এ দিন যে ভাবে তাঁর পাশের স্প্রিন্টার কেম্যান আইল্যান্ডের কেমার হাইম্যান শুরুতেই ছিটকে গেলেন, তার পর বোল্টের ওপর প্রচন্ড মানসিক চাপ পড়ার যথেষ্ট আশঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হয়নি।
কেমারের ফলস্ স্টার্ট নিয়ে অবশ্য তেমন চাপে পড়েননি বলে জানান বোল্ট। দৌড় শেষ করে উঠে সাংবাদিকদের জানান, “না, না, আমি চাপে পড়িনি। আমার মন তখন ছিল শুধু বন্দুকের আওয়াজের দিকে। সব কিছুই ভাল হল।”
এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার হিটে অবশ্য বোল্টের পারফম্যান্স সেরা নয়। সাতটি হিট থেকে যে ২৪ জন সেমিফাইনালে উঠলেন, তাঁদের মধ্যে সময়ের দিক থেকে তিনি রয়েছেন সাত নম্বরে। দশের নিচে সময় করেছেন মাত্র দু’জন। যুক্তরাষ্ট্রের মাইক রজার্স দৌড়লেন ৯.৯৮ সেকেন্ডে ও তাঁরই স্বদেশীয় জাস্টিন গ্যাটলিন সময় নিলেন ৯.৯৯ সেকেন্ড। অন্যরা সবাই দশের উপর। হিটে অবশ্য কেউই নিজেদের উজাড় করে দিতে চান না।

তিন হাজার মিটার স্টিপলচেজে হিটেই শেষ সুধার (পিছনে বাঁ দিকে) লড়াই। ছবি: এএফপি
এটাই প্রথা। ঠিক যতটা প্রয়োজন, ততটা পারফরম্যান্সই দেন। বোল্টের দেশ জামাইকার আরও তিন স্প্রিন্টার বেইলি কোল, কার্টার ও আশমেদও উঠেছেন ১০০ মিটারের সেমিফাইনালে। ইওহান ব্লেক, টাইসন গে-রা যেখানে নেই, সেখানে আর বোল্টের চিন্তা কী? বোল্ট বললেন, “দারুন অবস্থায় আছি আমি।” ২০০ মিটার ও ৪০০ মিটার রিলেতেও সোনাজয়ের স্বপ্ন নিয়ে বোল্ট এখানে এসেছেন, যে দু’টি সোনা তিনি গত বছর অলিম্পিকেও জিতেছিলেন।
বোল্টের হিটের আগে থেকেই অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর মেতেছিল আর এক জনকে নিয়ে। ১০ হাজার মিটারে দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রিটেনের মো ফারাহ শনিবার বিশ্ব মিটের খেতাবও জিতে নিলেন। আগের বার এই পদকটা জেতা হয়নি তাঁর। এ বার ফারাহর লক্ষ্য পাঁচ হাজার মিটার।
ভারতের সুধা সিংহ তিন হাজার মিটার স্টিপলচেজে ২৭ জনের মধ্যে ২৩ নম্বরে শেষ করেন।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.