জাতীয় দল থেকে বাদ যাওয়া ফুটবলারদের ফিরতে হলে আই লিগ ক্লাবে গোটা মরসুম খেলতে হবে বলে জানিয়ে দিলেন জাতীয় কোচ উইম কোভারম্যান্স।
আইপিএলের ধাঁচে নতুন ফুটবল টুর্নামেন্টে সই করা গৌরমাঙ্গী সিংহ, নির্মল ছেত্রী, রহিম নবি এ বার কোনও আই লিগ ক্লাবে নেই। কিন্তু কোভারম্যান্স আশা করছেন লোনে নিতে রাজি হলে আইএমজিআর-এর ফুটবলাররাও আই লিগ খেলতে পারবেন। যদিও আইএমজিআর প্লেয়ারদের সই না করানোর সিদ্ধান্তে এখনও অনড় আই লিগ ক্লাব জোট।
এআইএফএফ ওয়াবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে কোভারম্যান্স বলেছেন, “আশা করছি প্লেয়াররা ক্লাবের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হতে পারবে। গোটা মরসুম খেলতেও পারবে। তা হলেই ওরা জাতীয় দলে আসার সুযোগ পাবে।”
প্রাক মরসুম প্রশিক্ষণের অভাবে তাজিকিস্তানের বিরুদ্ধে বুধবারের আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে রহিম নবি-কে রাখেননি কোভারম্যান্স। তবে যাঁরা ফ্রেন্ডলি থেকে বাদ পড়েছেন, ১-১১ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ প্রস্তুতি শিবিরে তাঁরা যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় কোচ। বলেছেন, “কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হয়েছে ট্রেনিংয়ের অভাব থাকায়। তবে আমি প্রত্যেককে বেঙ্গালুরুতে সাফ প্রস্তুতি শিবিরে ডাকতে পারি। তাতে এই প্লেয়ারদের উপর নজর রাখার আরও সময় পাওয়া যাবে।” সঙ্গে তিনি আরও যোগ করেন, “এই ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে আসলে প্লেয়ারদের ভালর জন্যই। এই মুহুর্তে এই প্লেয়ারদের কেউ চোট পাক সেটা আমরা চাই না।”
পাশাপাশি আসন্ন ফ্রেন্ডলি নিয়ে কোভারম্যান্স বলছেন, “তাজিকিস্তান দলের খেলার ভিডিও দেখেছি। তবে এখন নতুন কোচ এসেছে। তাই ওদের খেলার স্টাইলও বদলে যেতে পারে। তবে এ রকম শক্তিশালী দলের বিরুদ্ধে খেললে অনেক কিছু শেখা যায়। নেহরু কাপ ফাইনালে ক্যামেরুনের বিরুদ্ধে খেলার মতো অনেকটা।” |