টুকরো খবর |
কুমারশঙ্কর প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তাঁর একার উদ্যোমে বিশ্বখ্যাত গোলকিপার অলিভার কানের বিদায়ী ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীরা। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি বায়ার্ন মিউনিখকে কলকাতায় এনে খেলানোর মূল পরিকল্পনা ও উদ্যোগ ছিল তাঁর-ই। তৎকালীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রবল বিরোধীতা উপেক্ষা করে ম্যাচ সংগঠন করেছিলেন তিনি-ই। রাজারহাটে মহেশ ভূপতির কোচিং সেন্টার গড়ার পিছনেও তাঁর অবদান। টানা আট বছর মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। দশ বছর ছিলেন সি এ বি-র ওয়ার্কিং কমিটির সদস্য। জড়িয়ে ছিলেন ভবানীপুর, কালীঘাট এম এসের মতো ফুটবল ক্লাবের সঙ্গে। ছিলেন অ্যালেখিন চেজ ক্লাবের প্রেসিডেন্ট। ময়দানের সেই অতি পরিচিত কর্তা কুমারশঙ্কর বাগচি (৬৭), সবার প্রিয় ‘বাগচি দা’ শনিবার দুপুরে চলে গেলেন। রেখে গেলেন স্ত্রী, দুই মেয়ে। ক্যানসারে আক্রান্ত কুমারবাবুর আট মাস ধরে চিকিৎসা চলছিল। নির্মান জগতের মানুষ বলেও খেলাধুলার সঙ্গে ছিল তাঁর নাড়ির যোগ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ময়দানে। মোহনবাগানের পতাকা অর্ধনমিত রাখা হয়। পতাকা অর্ধনমিত রাখা হয় সি এ বির। হাসপাতাল এবং বাড়িতে ক্রীড়াজগতের মানুষেরা ভিড় করেন। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বললেন, “এরকম সদাহাস্যময়, ভদ্র লোক আমি কমই দেখেছি।” সি এ বি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, “বাগচি দা খুব মিশুকে মানুষ ছিলেন। খেলার মাঠ একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীকে হারাল।” রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলায়।
|
মরণোত্তর সম্মান পাচ্ছেন অশোকলাল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গলের প্রয়াত সচিব পল্টু দাসের ৭৪তম জন্ম দিবস উপলক্ষে প্রতি বছরের মতো ক্রীড়া দিবস অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এই দিনই ‘পল্টু দাস মেমোরিয়াল মরণোত্তর ট্রফি’ তুলে দেওয়া হবে ক্লাবের প্রাক্তন ফুটবলার অশোকলাল বন্দ্যোপাধ্যায়ের পরিবারের হাতে। শুধু প্রয়াত অশোকলালই নন, ওই দিন সংবর্ধনা দেওয়া হবে বিশ্ব যুব দাবায় সোনাজয়ী দুই দাবাড়ু দীপ্তায়ন ঘোষ ও সায়ন্তন দাসকে। দু’জনের হাতে পুরস্কার তুলে দেবেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। দুই এভারেস্টজয়ী উজ্জ্বল রায় ও ছন্দা গায়েনকেও সংবর্ধনা জানানো হবে। লাল-হলুদের ক্রীড়া দিবসে একটি রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে ক্লাব তাঁবুতে। দুপুরে প্রাক্তন ফুটবলার বনাম টলিউড তারকাদের ম্যাচ। বিকেলে প্রায় ১০০ ক্লাবকে ফুটবল বিতরণ করা হবে। রাতে পন্টু দাস স্মারক বক্তৃতা দিয়ে অনুষ্ঠান শেষ হবে। উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশান্ত বন্দ্যোপাধ্যায়। প্রথম ডিভিশন থেকে শুরু করে পঞ্চম ডিভিশনের সেরা ফুটবলারদেরও পুরস্কৃত করবে ইস্টবেঙ্গল। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সহযোগিতায় যে পাঁচ ফুটবলারের নাম বাছা হয়েছে তারা হলেন, সুজয় মণ্ডল, সুমিত রায়, কাদের মণ্ডল, দেবনাথ পাকড়ে ও মিলন হাজরা।
|
ফের মাতাচ্ছে ‘রবারি’
সংবাদসংস্থা • মিউনিখ |
নতুন মরসুমেও হিট জুটি |
সেই পুরনো জুটিই ফিরে এল নতুন রুপে। ফ্র্যাঙ্ক রিবেরি আর আর্জেন রবেনের। বায়ার্ন মিউনিখের বিখ্যাত ‘রবারি’ জুটি। ঘরের মাঠে এই জুটির দাপটেই বুন্দেশলিগার প্রথম ম্যাচে বায়ার্ন ৩-১ হারাল মনচেনগ্লাডবাখ-কে। বায়ার্নের হয়ে গোল পেলেন রবেন, মান্দুকিচ আর ডেভিড আলবা। তবে বায়ার্নের জয়ের থেকেও স্পটলাইটে এখন আর একটি প্রশ্ন। এই জুটিকে ফিরিয়ে আনার পিছনে প্রধান কারিগর কি পেপ গুয়ার্দিওলাই? বায়ার্নের এই পুরনো জুটি এর আগে সাফল্য কম এনে দেয়নি। কিন্তু গত বছর ড্রেসিংরুমে প্রবল ঝামেলার পর থেকেই দুই তারকার মধ্যে সেই ম্যাজিকটা ছিল না। যেটা এবার মরসুমের প্রথম ম্যাচেই মাঠ মাতিয়ে দিল। প্রথম গোলের পর রিবেরি আর রবেন কে তো ‘চেস্ট বাম্প’ করতেও দেখা যায়। ১২ মিনিটেই রিবেরির পাস থেকে প্রথম গোল রবেনের। তিন মিনিট পর সেট পিস থেকে ব্যবধান বাড়ান মান্দুকিচ। প্রধমার্ধের শেষ দিকে মনচেনগ্লাডবাখের হয়ে ব্যবধান কমান দাতে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি ফসকান টমাস মুলার। তবে, ফিরতি বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি আলবা। এ দিকে, আগামী মরসুম শুরু হওয়ার আগেই চেলসি জার্সি পরবেন তিনি। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে নিজের ম্যান ইউ সতীর্থদের নাকি রুনি ব্যাক্তিগত ভাবে জানিয়েছিন যে তিনি খুব শীঘ্রই চেলসিতে সই করবেন। রিও ফার্দিনান্দের ‘টেস্টিমোনিয়াল’ ম্যাচে রুনি না খেলায় তাঁর ক্লাব ভবিষ্যৎ নিয়ে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়। যদিও মোয়েস এখনও বদ্ধপরিকর যে রুনিকে তিনি প্রিমিয়ার লিগের কোনও ক্লাবে ছাড়বেন না।
|
আমার সই জাল হয়েছে, বলছেন শানবাগ
নিজস্ব প্রতিবেদন |
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির জমি-কেলেঙ্কারিতে তাঁর কোনও ভূমিকা ছিল না বলে সাফ জানিয়ে দিলেন অভিযুক্ত ব্যবসায়ী গুরুদত্ত শানবাগ। অভিযোগ উঠছিল যে, কর্নাটক সরকারের সঙ্গে জমি নিয়ে পঞ্চাশ কোটি টাকার চুক্তিতে বোর্ডের তরফে সই করেছিলেন শানবাগ। যা নিয়ে ক্ষিপ্ত শানবাগ শনিবার বলে দেন, “অসহ্য লাগছে আমাকে এ ভাবে ফাঁসানো হচ্ছে দেখে। একটা কথা পরিষ্কার বলে দিতে চাই। জমি কেনার বিষয়ে বোর্ডের তরফে কোনও সই আমি করিনি। আমার শুধু ওই পঞ্চাশ একর জমিতে দু’একর ছিল। আমাকে বোর্ড অনুরোধ করেছিল পুরো জমিটা যাতে পাওয়া যায়।” সঙ্গে তিনি আরও যোগ করেন, “আমার মানসম্মান নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। কেউ কেউ বলছে, আমি সমস্ত টাকা নিয়ে পালিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যে। আমার সই জাল করা হয়েছে।” বোর্ডের কেউ কেউ আবার মনে করছেন, এই কেলেঙ্কারির ফলে পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠকে জবাবদিহির মুখে পড়তে হবে এন শ্রীনিবাসনকে। কারণ এই জমি যখন কেনা হয়, তখন তিনি বোর্ড সচিব ছিলেন।
|
জোড়া পদক নেহার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কলকাতায় আয়োজিত রাজ্য স্তরের আন্তঃস্কুল ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক পেল কোচবিহারের মহারানি ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নেহা দে। শনিবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দু’দিন ব্যাপী ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রথম দিনেই অনুর্ধ্ব ৩০ বিভাগে ক্যারাটে বিভাগে নেহা সোনা জিতেছে। প্রতিযোগীদের পাঞ্চ ব্যালান্স কিক্-সহ বিভিন্ন দক্ষতা দেখানোর বিভাগে নেহা ব্রোঞ্জ পদক জিতেছে। অল ইন্ডিয়া সিসিনকাই সিটোরিও ক্যারাটে ডু ফেডারেশনের উদ্যোগে ওই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। নেহার কোচ রাজেশ হরিজন বলেন, “সব মিলিয়ে ৯০০ জন প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। প্রথম দিনেই আমাদের ছাত্রী নেহা সোনা ও ব্রোঞ্জ পদক জেতায় স্বাভাবিক ভাবেই আনন্দিত হয়েছি।” নেহার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাধুরী মুখোপাধ্যায় বলেন, “নেহার সাফল্যে আমরা খুশি। কলকাতা থেকে ফেরার পর নেহাকে স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হবে।”
|
স্বাধীনতা কাপ কবাডি টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ১৭ অগস্ট থেকে শিলিগুড়ির বিবাদী সঙ্ঘ ফুটবল ময়দানে শুরু হতে চলেছে সারা বাংলা স্বাধীনতা কাপ কবাডি প্রতিযোগিতা। এ কথা জানিয়েছেন শিলিগুড়ি মহকুমা কবাডি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নান্টু পাল। টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্জুন পুরস্কার প্রাপ্ত কবাডি খেলোয়াড় বিশ্বজিৎ পালিত এবং অর্জুন রমা সরকার। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ টি দল যোগ দেওয়ার কথা। উদ্যোক্তরা জানান, দিন রাতের এই প্রতিযোগিতাটি হবে নক আউট ভিত্তিতে।
|
নাদাল বনাম জোকার |
|
মনট্রিয়ল মাস্টার্সের সেমিফাইনালে মুখোমুখি রাফায়েল নাদাল আর নোভাক জকোভিচ। এই নিয়ে ৩৬তম সাক্ষাৎ দুই চ্যাম্পিয়ন প্লেয়ারের। স্প্যানিশ সেনসেশন কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৬-২-এ উড়িয়ে দেন এক অস্ট্রেলীয় কোয়ালিফায়ারকে। শেষ আটে আরও বিধ্বংসী দেখিয়েছে জোকারকে। সার্বিয়ার তারকা ৬-১, ৬-২-এ হারান ফ্রান্সের রিচার্ড গাসকেটকে। এ বারের উইম্বলডনে প্রথম রাউন্ডে ছিটকে যাওয়া নাদাল ফাইনালিস্ট জোকারের তুলনায় ফর্মের দিক থেকে কিছুটা পিছিয়ে মনে হলেও মোট মুখোমুখি লড়াইয়ে কিন্তু ২০-১৫ এগিয়ে স্প্যানিশ সুপারস্টারই।
|
স্টিভের স্বীকারোক্তি |
১৪ বছর কেটে গেলেও এখনও শেন ওয়ার্নের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি স্টিভ ওয়-র। ১৯৯৯-এ ওয়েস্ট ইন্ডিজ সফরে সদ্য কাঁধের অস্ত্রোপচারের ধাক্কা সামলে দলে আসা ওয়ার্নকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে রাখেননি স্টিভ। সেই শুরু। অধিনায়ক হিসেবে নিজের সিদ্ধান্ত সঠিক ছিল এখনও মনে করলেও, ওয়ার্নের মতো একজন ‘ভাল বন্ধু’কে তখনই হারান তিনি। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কের নতুন বই ‘দ্য মিনিং অব লাক’-এ এরকমই অকপট স্বীকারোক্তি স্টিভের। অনমনীয় মানসিকতার ক্যাপ্টেন হিসাবে পরিচিত স্টিভ কী ভাবে স্ত্রী লিনেটের মস্তিষ্কে রক্তক্ষরণের খবর পেয়ে পুরেপুরি ভেঙে পড়েছিলেন, এই নতুন বইয়ে উঠে এসেছে সে কথাও।
|
দীপ্তায়ন শীর্ষে |
জাতীয় সাব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ফের শীর্ষে উঠে এল দীপ্তায়ন ঘোষ। শনিবার বয়েজ বিভাগে শীর্ষবাছাই দীপ্তায়ন তামিলনাড়ুর প্রণব বিজয়কে হারায়। শুক্রবার শীর্ষে থাকা বি কুমারন ড্র আর মুরলী কার্তিকেয়নও জয় পাওয়া সাত রাউন্ডের পর ছ’পয়েন্ট নিয়ে এই দুই দাবাড়ুও দীপ্তায়নের সঙ্গে শীর্ষে রয়েছে। মেয়েদের বিভাগে শীর্ষবাছাই এম মহালক্ষ্মী শীর্ষে (৬.৫ পয়েন্ট)।
|
শাহরিয়রের আশঙ্কা |
দু’দেশের সর্ম্পকে উন্নতির অন্যতম রাস্তা ক্রিকেটই। মানছেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়র খান নিজেই বলছেন, ভারত কেন কোনও বিদেশি দলের পক্ষেই এখন পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলার মতো অবস্থা নেই। শাহরিয়ার বলেন, “ক্রিকেটই মানুষের একতা বাড়াতে পারে। ভারতের মতো পাকিস্তানেও বেশির ভাগ মানুষই ক্রিকেট পাগল। তবে বিদেশি দলের নিরাপত্তা নিয়ে ভয়টা বাস্তব। যদি শ্রীলঙ্কানর ক্রিকেটারদের উপর আক্রমণ হতে পারে, অন্য দলের উপরও একই রকম আশঙ্কা থাকাটা অমূলক নয়।”
|
শুক্লর সিদ্ধান্ত |
ভারতীয় বোর্ড তাঁর পদত্যাগ এখনও জমা না নিলেও রাজীব শুক্ল পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী বছর আইপিএলের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। শনিবার জয়পুরে একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, “এখনও আমার পদত্যাগ গ্রহণ করা হয়নি বলেই চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সভায় থাকছি। তবে এটা নিশ্চিত এই পদের দায়িত্ব আগামী বছর নেব না।”
|
বিয়ে করছেন টেট |
|
অস্ট্রেলীয় তারকা পেসার শন টেটের জীবনসঙ্গিনী হতে চলেছেন মুম্বইয়ের মডেল ও ব্যবসায়ী মাসুম সিংহ। ২৯ বছরের মাসুম এক বিখ্যাত মদ প্রস্তুতকারী সংস্থার ক্যালেন্ডারে সুইমস্যুট মডেল হিসেবে কাজ করেছিলেন। পরে নিজের ব্যবসা শুরু করেন। এখন থাকেন মুম্বইয়ের বান্দ্রায়। ২০১০-এ শনের সঙ্গে দেখা। তার পর প্রেম। এ বার বিয়ে করবেন। তাই মিটিয়ে নিলেন বাগদান পর্ব। |
|