নবি-নির্মলদের নিয়ে ক্লাব জোটের সঙ্গে জট কাটাতে ফেডারেশনের ছয় সদস্যের কমিটির বৈঠক হতে পারে অগস্টের তৃতীয় সপ্তাহে। প্রস্তাবিত ফুটবল আইপিএলের স্পনসর রিলায়্যান্স আইএমজি-র কর্তারা অবশ্য সেই বৈঠকের আগেই ধরে নিয়েছেন, ফর্মুলা যাই হোক নবি-সুব্রত-নির্মল-গৌরমাঙ্গীদের আই লিগ খেলা আটকাবে না। শুধু তাই নয়, ক্লাব থেকে সুনীল ছেত্রী, মেহতাব হোসেনের মতো ফুটবলার নিতেও আর কোনও বাধা থাকবে না।
ক্লাবদের ফুটবলার ছাড়ার ব্যাপারে নিশ্চিত হয়ে যাওয়ার পরই ফুটবল আইপিএল নিয়ে প্রস্তুতি তুঙ্গে তুলে দিল নতুন টুর্নামেন্টের স্পনসররা। এক দিকে মুম্বইয়ে ট্রেভর জেমস মর্গ্যানের কোচিংয়ে প্রাক কন্ডিশনিং শিবির চলছে। সেখানে এ দিন যোগ দিয়েছেন মণীশ মৈথানিও। অন্য দিকে নবি-নির্মলদের মতো চুক্তিবদ্ধ ফুটবলাররা যাতে আই লিগ ক্লাবগুলিতে লোনে খেলতে যেতে পারেন সে ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। এ জন্য তিনটি নতুন ক্লাব তৈরিও করে ফেলল আইএমজি-আর।
ক্লাবগুলি তৈরি হয়েছে বেঙ্গালুরু, চেন্নাই ও মুম্বইয়ে। সেগুলিকে সংশ্লিষ্ট রাজ্য অ্যাসোসিয়েশনের নথিভুক্তও করা হয়েছে। ফিফার লোনের নিয়মানুযায়ী এক ক্লাব থেকে আর এক ক্লাবে লোনে ফুটবলার যাওয়া-আসা করলে কোনও আইনগত সমস্যা নেই। নতুন টুর্নামেন্টের এক কর্তা বললেন, “আমরা এত দিন চুক্তির জন্য ফুটবলার খুঁজছিলাম। এখন ক্লাবেরা আমাদের কাছে আসছে ফুটবলার চাইতে। ইতিমধ্যেই অন্তত পাঁচটি ক্লাব আমাদের সঙ্গে কথা বলেছে।”
আইএমজি-আর সূত্রের খবর, কয়েক দিন আগে মোহনবাগানের এক কর্তা মুম্বই গিয়ে গোপনে দেখা করেন নতুন টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে। তিনি নাকি অনুরোধ করেছেন জোটের সঙ্গে বৈঠকের পর সমস্যা মিটলে চার জন ফুটবলার যেন তাঁদের লোনে দেওয়া হয়। যাঁদের মধ্যে আছেন রহিম নবি, সঞ্জু প্রধানরা। জানা গিয়েছে, জিন্দালদের বেঙ্গালুরুর ক্লাব জিএসডব্লিউ, মুম্বই টাইগার্স, ইউনাইটেডের কর্তারাও যোগাযোগ রাখছেন আইএমজি-র সঙ্গে। কুপারেজে মর্গ্যানের শিবির শেষ হচ্ছে ৩১ অগস্ট। নতুন টুর্নামেন্টের কর্তারা মনে করছেন, জোটের সঙ্গে ফুটবলার নিয়ে সমস্যা এর মধ্যেই মিটে যাবে। নবিরাও তখন ক্লাবে গিয়ে অনুশীলনে করতে পারবেন। |