|
|
|
|
রহিম সাহেব ট্রফি ডেরেককে |
নতুন লিগের সবুজ সঙ্কেতে কাঁটা এখনও জোট
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ক্রিকেট আইপিএলের আদলে শুরু হতে যাওয়া আইএমজি-রিলায়্যান্সের নতুন লিগকে আজ কার্যত সবুজ সঙ্কেত দিয়ে দিল ফেডারেশন। ক্লাব জোটের বিরোধিতা উড়িয়ে ফেডারেশন প্রেসিডেন্ট দাঁড়ালেন স্পনসরদের পাশেই। সাফ জানালেন, নতুন লিগ ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শুধু তাই নয়, এই লিগ থেকে উদ্বৃত্ত লভ্যাংশ আরও ভাল ভাবে আই লিগ আয়োজনে সাহায্য করবে।
বৃহস্পতিবার দিল্লির ফুটবল হাউসে কার্যকরী কমিটির বৈঠকের পর ফুটবলারদের নিয়ে তৈরি ক্লাব বনাম নতুন টুর্নামেন্টের সংগঠকদের বিরোধ মেটাতে একটি ছয় সদস্যের কমিটিও গড়লেন ফেডারেশন প্রেসিডেন্ট। কমিটিতে আছেন ফেডারেশনের চার ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, কে এম মাথের, লারসিং মিঙ্গ, শ্রীনিবাস ডেম্পো, ফেডারেশন সচিব কুশল দাস ও আই লিগের সিইও সুনন্দ ধর। কী ভাবে আট দলের ফুটবল আই পি এল হবে তা বিশদে জানান আই এম জি আর-এর প্রতিনিধিরা। সেখান থেকে বেরিয়ে ক্লাব জোটের দুই সদস্য শ্রীনিবাস ডেম্পো এবং লারসিং মিঙ্গ মনে হল কিছুটা হলেও নরম। ক্লাব জোটের ধারণা, নতুন টুর্নামেন্ট হলে আই লিগের জৌলুস কমে ক্লাবগুলির অস্তিত্ব বিপন্ন হবে। সে জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছে আই এম জি আর-এর সঙ্গে চুক্তিবদ্ধ কোনও ফুটবলারকে দলে নেবে না। |
এক নজরে |
• লিগ আট দলের।
• আই লিগের মাঝে খেলা ১৮ জানুয়ারি-৩০ মার্চ।
• মোট ফুটবলার ১৭৬। প্রত্যেক দলে একজন করে আইকন বিদেশিকে নিয়ে। ৯ জন করে মোট ৭২ বিদেশি খেলবেন।
• ভারতীয় ফুটবলারের সংখ্যা ৬৪। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে নিজের শহর থেকে ৪ জন করে নিতেই হবে।
• সেপ্টেম্বরের শেষে ১০ শহর (পুণে, কলকাতা, মুম্বই, দিল্লি, গোয়া, হায়দরাবাদ, চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, গুয়াহাটি) ভিত্তিক দল নিলাম।
• আই লিগ ক্লাবও ফ্রাঞ্চাইজি কিনতে পারবে নিলামে। নভেম্বরে নিলাম। |
|
ফেডারেশন প্রেসিডেন্ট অবশ্য বললেন “আই লিগই প্রাধান্য পাবে। আসলে ফুটবলকে জনপ্রিয় করতে দুটো লিগেরই প্রয়োজন রয়েছে।” ডেম্পোর শ্রীনিবাসন ডেম্পো ও লাজংয়ের লারসিং মিঙ্গ দু’জনই ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট। প্রেজেন্টেশন দেখে ডেম্পো কর্তা যেমন বললেন “আইএমজিআর-এর প্রস্তাবনা ভাল লাগল। যা দেখানো হয়েছে সেটা ঠিকঠাক হলে ভারতীয় ফুটবলের ভালই হবে।” তবে খেলোয়াড় ছাড়া নিয়ে ক্লাবগুলোকে বোঝাবার দায়িত্ব সম্পর্কে তাঁর বক্তব্য, “দায়িত্ব পালনে কতটা সফল হব সেটা সম্পূর্ণ নির্ভর করছে ক্লাবজোটের উপর।”
সভায় আই লিগের সেরা কোচ বেছে নেওয়া হয় পুণে এফ সি-র প্রাক্তন কোচ ডেরেক পেরেরাকে। তিনি পাচ্ছেন রহিম সাহেবের নামাঙ্কিত ট্রফি। এ মাসের মাঝামাঝি ক্লাবগুলোর সঙ্গে সভা করে আই লিগের সূচি চূড়ান্ত হয়ে যাবে।
|
পুরনো খবর: • আইপিএলের সঙ্গে যুদ্ধ জারি রাখল বাংলার ক্লাব জোট
• নবিদের নিয়ে আজ সভা
|
|
|
|
|
|