চতুর্থ বিদেশি নিয়ে এখনও তীব্র সমস্যায় মোহনবাগান। ইস্টবেঙ্গল, মহমেডান-সহ আই লিগ খেলা দেশের প্রায় সব ক্লাব যখন চার জন বিদেশি নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে, তখনও নতুন বিদেশি খুঁজে চলেছে বাগান।
যে দু’জন বিদেশির ট্রায়াল দিতে আসার কথা ছিল, ক্যামেরুনের সেই পল এমিলে বিয়াগা এবং আইভরি কোস্টের আবু কোনের এখনও ভিসা হয়নি। সবুজ-মেরুন কর্তারা চেষ্টা চালাচ্ছেন ফেডারেশন কর্তাদের অনুরোধ করে তাঁদের ভিসা করানোর। ক্লাব সচিব অঞ্জন মিত্র শুক্রবার বললেন, “ওডাফা-চিডিরা ভিসা পেয়ে গিয়েছে কারণ ওদের সঙ্গে ক্লাবের চুক্তি আছে। কিন্তু ট্রায়ালে আসতে চাওয়া ফুটবলারদের ভিসা দেওয়ার ব্যাপারে সবুজ-সঙ্কেত দিতে চাইছে না ফেডারেশন। কারণ ভারতে ট্রায়াল দিতে এসে নির্বাচিত না হলেও অনেকে এখানেই থেকে যায়। যা নিয়ে সমস্যা হয়। আমরা সোমবার ফেডারেশনের সঙ্গে কথা বলব। নিজেরাই দায়িত্ব নিয়ে ফুটবলার আনব।” |
সেরা বিদেশির প্রস্তুতি। সঙ্গীর অপেক্ষা। শুক্রবার
দুর্গাপুরে বাগান অনুশীলনে ওডাফা। ছবি: বিশ্বনাথ মশান
|
মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফা যাঁদের চেয়েছিলেন, তাঁদের না পেয়ে ভারতে থাকা এক নাইজিরিয়ানকে হাজির করেছেন বাগানের আবাসিক শিবিরে। জানা গিয়েছে করিমের আনা সেই অ্যামব্রোজ এজে ওচা ভারতে আছেন অনেক দিন। বিভিন্ন ক্লাবে আগে ট্রায়ালও দিয়েছেন। এ দিন অবশ্য দুর্গাপুরের আবাসিক শিবিরে প্রথম দিন ওচাকে দেখে দারুণ প্রভাবিত নন সিনিয়র ফুটবলাররা। সকালে সাঁতার ও বিকেলে বল নিয়ে অনুশীলন হল ওডাফা-শিল্টনদের। ছ’জন করে ভাগ করে টিম করে খেলিয়ে নতুন বিদেশি স্ট্রাইকারকে দেখেন কোচ।
|