টুকরো খবর
নবদ্বীপে ব্যবসায়ী খুনের ঘটনায় ধৃত আরও এক
বরুণ দাস হত্যায় তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত পলাশ দেবনাথকে হাওড়া জিআরপির সাহায্য নিয়ে বুধবার রাতে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাশ দেবনাথ অন্ধ্রপ্রদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ট্রেনে ওঠার আগেই তাকে পুলিশ ধরে ফেলে। গত শুক্রবার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে স্কুল চত্বরেই গুলিবিদ্ধ হয়েছিলেন বরুণ দাস। পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি পাঁচজন আক্রমণকারীর নাম বলে গিয়েছিলেন। অভিযুক্ত সেই পাঁচজনের মধ্যে ঘটনার দিনই ধরা পড়েছে গদাই দেবনাথ ও নিতাই দেবনাথ নামে দুই অভিযুক্ত। এখনও পর্যন্ত তপন ঘোষ ও গোবিন্দ দাস পলাতক। ইতিমধ্যে পুলিশ ধৃত গদাই দেবনাথের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। সেটি দিয়েই খুন করা হয়েছিল কিনা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার নবদ্বীপের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক তার ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি নবেন্দু মণ্ডল বলেন, “পুলিশের তরফে সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল। বিচারক ছয় দিনের হেফাজত মঞ্জুর করেছেন।’’

পুরনো খবর:
অনুন্নয়নের অভিযোগে মহিলা কাউন্সিলারের বাড়ি ভাঙচুর
এলাকার উন্নয়ন হচ্ছে না-এমন অভিযোগ তুলে ধুলিয়ানের তৃণমূলের এক মহিলা কাউন্সিলারের বাড়িতে শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ হামলা চালায় একদল গ্রামবাসী। ধুলিয়ানের ১ নম্বর ওয়ার্ড কৃষ্ণপুরপল্লির ওই কাউন্সিলরের নাম মাসুমা বেগম। তিনি ও তাঁর বাড়ির বেশিরভাগ লোকজনই সেই সময় নমাজ পড়তে গিয়েছিলেন। মাসুমা বেগমের অভিযোগ, “উন্নয়ন হয়নি এই অজুহাত গিয়ে কয়েকজন গ্রামবাসী আমার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। ৭৫ বছরের বৃদ্ধা শাশুড়ি জাবেদা বেওয়াকে মারধর করে। তাঁকে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।” পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। ধুলিয়ানের উপ পুরপ্রধান তৃণমূলের দিলীপ সরকারের অভিযোগ, “সিপিএমের স্থানীয় নেতাদের উস্কানিতেই ঈদের দিনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।’’ সিপিএমের কাউন্সিলর ও ধুলিয়ান পুরসভার বিরোধী দলনেতা সুন্দর ঘোষ অবশ্য বলেন,‘‘ এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্কই নেই। সিপিএমের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। ঈদের আগে ওই এলাকায় রাস্তার জমা জল পরিষ্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা ওই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ক্ষোভ জানাতে গিয়েছিলেন। তখন তাঁর বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভকারীদের উপর ইটপাটকেল ছোঁড়া হয় বলে শুনেছি। তাতে স্থানীয় এক বাসিন্দার মাথা ফেটে গেলে উত্তেজনা দেখা দেয়। তখনই গ্রামবাসীরা বাড়িতে চড়াও হয়।’’ তবে এই ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিলিন্ডার মজুত, জেল দু’জনের
বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগে বৃহস্পতিবার নবদ্বীপ থেকে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার তাদের নবদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন হোটেল, রেস্তোঁরা, মিষ্টির দোকানে অভিযান চালায়। ইন্ডিয়ান ওয়েলের ডেপুটি ম্যানেজার অলীক কুমার দে বলেন, “ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যাতে গৃহস্থের জন্য বরাদ্দ গ্যাস সিলিন্ডার ব্যবহার না করে সেটা নিশ্চিত করতেই এই অভিযান। বেআইনিভাবে মজুত করা মোট আটটি সিলিন্ডার-সহ দুই ব্যবসায়ীকে ধরা হয়েছে।”

গাড়ির ধাক্কায় মৃত্যু
জেলা আইএনটিটিইউসির সভাপতি সুনীল তরফদারের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। শুক্রবার সকালে কল্যাণীর সেন্ট্রাল পার্কের এই দুর্ঘটনায় মৃতের নাম ঐন্দ্রিলা শ্রীবাস্তব (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুই বন্ধুর সঙ্গে পড়ে ফিরছিলেন ঐন্দ্রিলা। সেই সময় হঠাৎই সুনীলবাবুর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঐন্দ্রিলাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ঐন্দ্রিলার।

বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তহমিনা বেওয়া (৫৮) নামে এক মহিলার। বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের মঙ্গলজন গ্রামে ইফতারের সময় প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে দেওয়ালে বিদ্যুতের তারে হাত দিতেই বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.