খড়্গপুর পুরসভা
সুর চড়াচ্ছে তৃণমূল, উন্নয়নে বিঘ্নের আশঙ্কা
দীর্ঘ টানাপোড়েনের জেরে প্রায় এক বছর ধরে খড়্গপুর শহরের উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হয়েছে। এখন পুরসভায় পালাবদল হয়েছে। তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় এখন কংগ্রেস। ফের ওই একই অচলাবস্থা দেখা দেবে না তো? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সংশয় আরও জোরালো হচ্ছে তৃণমূলের অবস্থানে। বৃহস্পতিবারই দলের শহর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুরসভার বিরোধী দলনেতার পদে দলীয় কাউন্সিলরই বসবেন। উপস্থিত কাউন্সিলররা এ ক্ষেত্রে বিদায়ী উপপুরপ্রধান তুষার চৌধুরীর নাম প্রস্তাব করেছেন। দলীয় সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের অনুমতি মিললে তুষারবাবুই বিরোধী দলনেতার পদে বসবেন। আর ওই বৈঠকের পর তৃণমূলের শহর সভাপতি দেবাশিষ চৌধুরী জানান, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার জন্য তাঁরা বিরোধী দলে বসছেন না। লড়াই জারি থাকবে। তাঁর কথায়, “কংগ্রেসের কোনও অনৈতিক কাজকর্ম আমরা কখনই সমর্থন করব না। প্রতিবাদ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠাবেন, আর ওরা তা চুরি করবে, এটা কখনই হতে দেবো না! ছ’মাস পর আমরা অনাস্থাও আনব।”
যদিও তৃণমূলের ওই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। খড়্গপুর পুরসভার পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডের কথায়, “তৃণমূল বিরোধী দলনেতার পদ নিক না। অসুবিধে কোথায়? দুর্নীতির প্রতিবাদেই তো আমরা অনাস্থা এনেছিলাম। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আমাদের সমর্থন করেছেন।”
খড়্গপুরে এখনও নতুন পুরবোর্ড গঠন হয়নি। গত সোমবার পুরপ্রধান নির্বাচনে জেতার পর রবিশঙ্করবাবু পুরপ্রধান হিসেবে শপথ নিয়েছেন। তবে, পূর্ণাঙ্গ বোর্ড গঠন এখনও বাকি। উপপুরপ্রধান এবং পুরপ্রধান পারিষদদের নাম চূড়ান্ত করতে হবে। তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। কবে হবে সেই কাজ? দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যে এ সব কাজ সম্পূর্ণ হবে। তার আগে শহর কংগ্রেসের বৈঠক হবে। বৈঠকে উপপুরপ্রধান এবং পুরপ্রধান পারিষদদের নাম নিয়ে আলোচনা হবে। পুরপ্রধান রবিশঙ্করবাবুর কথায়, “শীঘ্রই আমরা বৈঠকে বসব।”
এ দিকে, পুরসভায় পালাবদলের পর কংগ্রেস শিবির অনেকটাই উজ্জীবিত। দলীয় কর্মীদের মনোবল এখন তুঙ্গে। উল্টো ছবি তৃণমূল শিবিরে। বৃহস্পতিবার দলের শহর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ১১ জন কাউন্সিলর। আর ৩ জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত কাউন্সিলরদের মধ্যে ছিলেন প্রাক্তন পুরপ্রধান জহরলাল পালও। এর ফলে, পুরসভা নিয়ে দলের দ্বন্দ্বও ক্রমশ প্রকাশ্য এসেছে। পরিস্থিতি দেখে দলীয় কর্মীদের উজ্জীবিত রাখতেই তৃণমূল রেলশহরে কংগ্রেস বিরোধী সুর আরও চড়াচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.