টুকরো খবর
ট্রেনে রক্ত, চাঞ্চল্য খড়্গপুরে
ট্রেনের একটি কামরায় দু’টি ব্যাগ এবং পাশে রক্ত দেখে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় ডাউন আজাদ হিন্দ এক্সপ্রেসে। ট্রেনটি খড়্গপুর স্টেশনে পৌঁছনোর পর রেলপুলিশ এসে ব্যাগ দু’টি উদ্ধার করে। কিন্তু কামরায় রক্ত কী ভাবে এলো, বুঝতে পারছে না রেলপুলিশও। কামরার যাত্রীরাও এ নিয়ে কিছু জানাতে পারেননি। খড়্গপুর জিআরপির ওসি আশিস রায় বলেন, “আজাদ হিন্দ এক্সপ্রেসের একটি কামরা থেকে দু’টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। দরজার কিছুটা অংশে এবং মেঝেতে ছিল রক্তের দাগ। ব্যাগ দু’টি যাঁর, তাঁর নাম-পরিচয় জানা গিয়েছে। এ ক্ষেত্রে ঠিক কী হয়েছে, তা দেখা হচ্ছে।” রেল পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পুণে থেকে হাওড়াগামী ডাউন আজাদ হিন্দ এক্সপ্রেস খড়্গপুর পৌঁছয়। সেই সময়ই নজরে আসে, একটি কামরার দরজার সামনে দু’টি ব্যাগ পড়ে রয়েছে। পাশে রক্ত। কামরার যাত্রীরা জানান, ব্যাগগুলি তাঁদের নয়। পরে রেল পুলিশ সেগুলি উদ্ধার করে। পরে জানা যায়, ওই ব্যাগের মালিক ফারদিন আখতার নামে এক ব্যক্তির। বাড়ি জামশেদপুরের ধাদকিডিহিতে। সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে খড়্গপুর জিআরপি। রেল পুলিশের বক্তব্য, ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ হলেই ঠিক কী হয়েছে, তা জানা যাবে।

মদের ঠেক ভাঙল পুলিশ
এলাকাবাসীর অভিযোগ পেয়ে মদের ঠেক উচ্ছেদ করল পুলিশ। শুক্রবার বিকেলে পিংলা থানার দুজিপুর এবং কুসুমদায় পুলিশের একটি দল অভিযান চালায়। সব মিলিয়ে পাঁচটি মদের ঠেক ভেঙে ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ, দিনের অধিকাংশ সময় এই সব ঠেকে মদের আসর বসত। বাইরে থেকে লোকজন আসত। মদ্যপ যুবকদের জন্য মাঝেমধ্যে এলাকায় গোলমালও হত। পাশের রাস্তা দিয়ে যাতায়াতের সময় মহিলারা নিরাপত্তার অভাব বোধ করতেন। শেষমেশ, এ দিন বিকেলে পুলিশের একটি দল ওই দুই এলাকায় যায়। সবক’টি মদের ঠেক উচ্ছেদ করে। দুজিপুর এবং কুসুমদায় নজরদারি বাড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

চুরি, ধৃত এক
শালবনি থানা এলাকা থেকে চুরি যাওয়া তিলের বস্তা উদ্ধার হল সবং থানা এলাকা থেকে। ঘটনায় রাজু দাস নামে এক যুবককে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি বুধবার রাতের। ওই দিন শালবনি থানার অন্তর্গত পিঁড়াকাটার নিমতলা এলাকার এক দোকানে চুরি হয়। সব মিলিয়ে ২০ কুইন্ট্যাল তিল চুরি গিয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। বৃহস্পতিবার লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে এক সূত্র মারফৎ পুলিশ জানতে পারে, চুরি যাওয়া তিল সবংয়ে বিক্রি করার চেষ্টা চলছে। এরপর পুলিশের একটি দল সবংয়ে যায়। বৃহস্পতিবার রাতে সবং থানারই এক এলাকা থেকে তিলের বস্তাগুলো উদ্ধার করা হয়। বস্তাগুলো লরিতে ছিল। পুলিশ নিশ্চিত, বিক্রির উদ্দেশ্যেই লরিতে করে তিলের বস্তাগুলো এখানে আনা হয়।

আইনি সচেতনতা
স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে দু’দিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে মেদিনীপুরে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা থাকবেন। আজ, শনিবার শিবিরের উদ্বোধন। প্রথম দিন যোগ দেবেন বাঁকুড়া ও দুই মেদিনীপুরের বিচারকেরা। দ্বিতীয় দিন স্কুল ছাত্রীরা। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য এই শিবির। নারী নির্যাতন বাড়ছে, ঘটছে যৌন নির্যাতনের ঘটনা। এ ক্ষেত্রে আইনে কী সুবিধে রয়েছে, আইন কী ভাবে নির্যাতিতাদের সহায়তা করতে পারে, এ সব নিয়ে সচেতনতা বাড়াতেই এই শিবির। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির এক সদস্যের কথায়, “প্রতি জেলায় একজন প্রোটেকশন অফিসার রয়েছেন। অথচ, এটা অনেকেই জানেন না। এমন শিবিরের মাধ্যমেই সচেতনতা বাড়তে পারে।”

ভ্যান উল্টে জখম
পিক আপ ভ্যান উল্টে জখম হলেন প্রায় ১৫ জন। এঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকলেই চিকিৎসাধীন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে কেশপুর থানার মুগবসানে। একটি সাইকেলকে পাশ দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায় বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। শুরুতে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.