টাকার দামে পতন রুখতে এবং চলতি খাতে বাণিজ্য লেনদেন ঘাটতি কমাতে বাড়তি কিছু পদক্ষেপ করার কথা ভাবছে অর্থমন্ত্রক। এর মধ্যে থাকতে পারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিদেশ থেকে ঋণ নেওয়ার শর্ত শিথিল, রফতানি বাড়াতে উৎসাহ দান, অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের আমদানিতে রাশ টানা ইত্যাদি। শুক্রবার এ নিয়ে বিভিন্ন দফতরের কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন অর্থমন্ত্রী চিদম্বরম। এ দিকে, ডলারে টাকার দাম পড়া আটকাতে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক যদি আরও পদক্ষেপ করে, তা হলে আগামী দিনে দেশের বৃদ্ধি পাঁচ শতাংশের নীচে নেমে যেতে পারে বলে এ দিন আশঙ্কা প্রকাশ করেছে ব্যাঙ্ক অফ আমেরিকা-মেরিল লিঞ্চ, মর্গ্যান স্ট্যানলি।
পুরনো খবর: টাকাকে বাঁচাতে ফের দাওয়াই
|
কোল ইন্ডিয়ার শেয়ার বিক্রির বিরোধিতায় ডাকা ধর্মঘট নিয়ে কর্মী ইউনিয়নগুলির মধ্যে মতভেদ দেখা দিল। সংশ্লিষ্ট সূত্রে খবর, সিটু ধর্মঘটের নোটিস দিলেও এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অন্য ইউনিয়নগুলি। বরং সিটু আগ বাড়িয়ে নোটিস দেওয়ায় বাকিরা ক্ষুব্ধ। উল্লেখ্য, দিন দুয়েক আগে সিটু জানায় ১৯ অগস্ট থেকে তিন দিন ধর্মঘট করবে তারা। দাবি ছিল, সব ইউনিয়নই একসঙ্গে ওই ধর্মঘট করবে। তবে প্রয়োজনে ধর্মঘটের দিন বদলানোর পথ খোলা রেখেছিল তারা।
পুরনো খবর: কোল ইন্ডিয়ার ৫% বিলগ্নিকরণ নিয়ে আশাবাদী কেন্দ্র
|
সময়সীমার মধ্যে প্রিমিয়াম না-দেওয়ায় বন্ধ হয়ে যাওয়া (ল্যাপ্স) বিমা পলিসি ফের চালু করার সুযোগ দিচ্ছে জীবন বিমা কর্পোরেশন (এলআইসি)। কিন্তু শর্ত হল, প্রথমবার প্রিমিয়াম জমা না-পড়ার পর থেকে গত ৫ অগস্ট পর্যন্ত যে সব পলিসি ৬ মাস থেকে ৫ বছরের জন্য বন্ধ রয়েছে, সেগুলিতেই এই সুবিধা পাওয়া যাবে। সময়ে প্রিমিয়াম না-দেওয়ায় যে জরিমানা (লেট ফি) দিতে হয় তাতেও ছাড় মিলবে। ৩১ অক্টোবর পর্যন্ত এই সুযোগ থাকছে।
|
ব্যাঙ্কগুলিকে একটির বেশি বিমা সংস্থার পলিসি বিক্রি করতে অনুমতি দিল বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। তবে ব্রোকার হিসেবে এই ব্যবসা করার জন্য একজন জেনারেল ম্যানেজারের সমতুল্য অফিসার নিয়োগ করতে হবে ব্যাঙ্কগুলিকে।
|
প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সদস্যদের ন্যূনতম ১,০০০ টাকা পেনশনের ব্যবস্থা করতে কেন্দ্রের অনুদান বাড়ানোর প্রস্তাব দিলেন পিএফ কর্তৃপক্ষ। এত দিন এই দাবি ছিল পিএফের অছি পরিষদের কর্মী প্রতিনিধিদের।
|
সদস্যদের জন্য সম্প্রতি এক বিশেষ আলোচনাসভা ‘টাই শেয়ার’ আয়োজন করেছিল উদ্যোগপতিদের সংগঠন টাই-এর কলকাতা শাখা। এই প্রথম আয়োজিত সভাটিতে নিজের সংস্থা গড়ার অভিজ্ঞতা ভাগ করে নেন এইচসিএল টেকনোলজিস-এর অন্যতম প্রতিষ্ঠাতা অর্জুন মলহোত্র। শিল্পোদ্যোগী গড়তে এই রকম সভার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান টাই কলকাতা-র প্রেসিডেন্ট বিক্রম দাশগুপ্ত। |