কোল ইন্ডিয়ার প্রস্তাবিত ৫% বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্রের সঙ্গে কর্মী ইউনিয়নের কাজিয়া অব্যাহত।
এক দিকে, কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়াল এই বিলগ্নিকরণ খাতে ১০ হাজার কোটি টাকা তোলা নিয়ে আশাবাদী। বুধবার কলকাতায় এমসিসি চেম্বার অফ কমার্সের সভায় সেই ইঙ্গিতই দেন তিনি। অন্য দিকে, সংস্থার কর্মী ইউনিয়নগুলি এখনও এই শেয়ার বিক্রির বিরোধিতায় অনড়। ইতিমধ্যেই ১৯-২১ অগস্ট কোল ইন্ডিয়ায় ধর্মঘটের ডাক দিয়েছে সিটু।
ইউনিয়নের আপত্তিতেই গত ৩১ জুলাই কোল ইন্ডিয়া বিলগ্নিকরণের সীমা ১০% থেকে কমিয়ে ৫% করেছে কেন্দ্র। ১০% শেয়ার বিক্রি করলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছিল ইউনিয়ন। জয়সোয়াল তখন বলেছিলেন, ইউনিয়নও এই প্রস্তাবে সায় দিয়েছে। কিন্তু এ দিন সভা শেষে মন্ত্রীর মন্তব্য, ‘‘৫% শেয়ার বিক্রির সিদ্ধান্ত ইউনিয়নগুলির মেনে নেওয়া উচিত।” কোল ইন্ডিয়া প্রথম ১০% শেয়ার ছাড়ে ২০১০-এর মে মাসে।
টানা তিন দিন কোল ইন্ডিয়ায় ধর্মঘট ডাকার নোটিস দিয়েছে সিটু অনুমোদিত অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক জীবন রায় বলেন, “এখন ৫% বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের ভয়, পরে বাকি ৫%ও বেচা হবে নানা অছিলায়। ইনটাক-সহ কোল ইন্ডিয়ার ৫টি ইউনিয়নই ধর্মধট করবে। আমরা প্রথমে নোটিস দিলেও তা হবে যৌথ ভাবেই। অন্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ধর্মঘটের দিন পাল্টাতে আপত্তি নেই।”
বণিকসভার সভাপতি দীপক জালান এ দিনের সভায় বলেন, “বিশেষ করে রাজ্যে পড়ে থাকা বেশ কিছু খনিতে বেআইনি ভাবে কয়লা তোলা হচ্ছে। অথচ বিভিন্ন সংস্থা কয়লা ব্লকের জন্য আবেদন করেও তা পচ্ছে না। তাই ওই সব বিচ্ছিন্ন খনি রাজ্যের বিভিন্ন ইস্পাত সংস্থাকে মঞ্জুর করা হলে সমস্যা কিছুটা অন্তত মিটবে।”
|