প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল কংগ্রেস পরিষদীয় দল।
গত বছর তৃণমূলের সঙ্গে জোট ভাঙার পর থেকেই প্রধান বিরোধী দলের মর্যাদার দাবি কংগ্রেস তুলেছিল। কংগ্রেস পরিষদীয় দলে এ দিন আবার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তার পরেই বর্তমানে পরিষদীয় দলের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্পিকারকে চিঠি দিয়েছেন।
মোট ৬১ জন বিধায়ক নিয়ে বামফ্রন্ট এখন প্রধান বিরোধী পক্ষ। ফ্রন্টের বড় শরিক হিসাবে সিপিএমের সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা। কিন্তু মানস ভুঁইয়া, অজয় দে-সহ কংগ্রেস বিধায়কদের যুক্তি, একক বিরোধী দল হিসাবে তাঁদের সদস্যসংখ্যা সিপিএমের তুলনায় বেশি। কংগ্রেসের বিধায়ক ৪০। সিপিএমের ৩৯। |
কংগ্রেস পরিষদীয় দলের একটি সূত্রের খবর, সম্প্রতি রবীন্দ্রনাথবাবু দিল্লিতে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময়ে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায়ের দাবি জানানোর জন্য তাঁকে সবুজ সঙ্কেত দিয়েছিলেন রাহুল। রবীন্দ্রনাথবাবু এ দিনের বৈঠকে সেই বিষয়টি জানানোর পরেই স্পিকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
কংগ্রেসের দাবির প্রেক্ষিতে বিরোধী দলনেতা সূর্যবাবু ফের ব্যাখ্যা করেছেন, বামফ্রন্ট হিসাবে তাঁরা ভোটে লড়েছিলেন। সেই হিসাবেই তাঁরা বিরোধী পক্ষে আছেন। কংগ্রেস তা করেনি। ভোটে তৃণমূলের সঙ্গে জোট করে তারা লড়াই করেছিল। এমনকী, কংগ্রেস সরকারেও ছিল। তাঁর কটাক্ষ, “কংগ্রেস একক ভাবে লড়াই করে বেশি আসন পেলে নিশ্চয়ই দাবি তুলতে পারে। যেমন পঞ্চায়েতে পেয়েছে!” |