‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ‘বিপিএল’ তালিকাভূক্ত হওয়ার প্রয়োজন নেই। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, পরিবারের আয়ের সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা হতে হবে। তবে এই সীমা কিছু বাড়ানোও হতে পারে, জানান সমাজ কল্যাণ দফতরের সচিব রোশনি সেন। তিনি জানান, পয়লা অক্টোবর, ২০১৩ থেকে এই প্রকল্প কার্যকরী হবে। ওই তারিখে যাদের বয়স ১৮ বছর বা তার কম, সেই মেয়েরা এই সুযোগ পাবে।
নাবালিকা বিবাহ, শিশুশ্রম, শিশুপাচার, এমন নানা সামাজিক অপরাধ থেকে মেয়েদের বাঁচাতে ১৮ বছর বয়স পর্যন্ত তাদের রাখতে হবে স্কুলে। এই উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ‘কন্যাশ্রী’ প্রকল্প। সরকার অনুমোদিত স্কুল, মাদ্রাসা, মুক্ত বিদ্যালয়, পেশাগত প্রশিক্ষণ কিংবা ক্রীড়া প্রশিক্ষণের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, অবিবাহিত মেয়েরা এর সুযোগ পাবে। যে মেয়েরা প্রতিবন্ধী, কিংবা যাদের বাবা ও মা দু’জনেই মৃত, তাদের ক্ষেত্রে পরিবারের আয়ের উর্ধ্বসীমা শিথিল করা হবে। প্রকল্পের টাকা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আবেদনের সময়ে অবশ্য অ্যাকাউন্ট না থাকলেও চলবে। আবেদন মঞ্জুর হলে অ্যাকাউন্ট খোলার বিষয়ে সাহায্য করা হবে। মায়ের সঙ্গে, বা অন্য কোনও মহিলা অভিভাবকের সঙ্গে যৌথ ভাবে নাবালিকাদের অ্যাকাউন্ট খুলতে হবে।
স্কুল, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন পত্র পাওয়া যাবে। সেই সঙ্গে, শিক্ষা, সমাজ কল্যান, স্বাস্থ্য প্রভৃতি দফতর এবং পৌরসভা থেকেও আবেদন পত্র মিলবে। সাদা কাগজেও করা যাবে, তবে স্কুলের ছাপ ও সই দরকার হবে। বয়সের প্রমাণপত্র স্বরূপ স্কুলের প্রধান শিক্ষকের দেওয়া সার্টিফিকেট, নইলে বার্থ সার্টিফিকেটের নকল জমা দিতে হবে। সরকারি সূত্রের খবর, এই প্রকল্পের জন্য বরাদ্দ এক হাজার কোটি টাকা দেবে রাজ্যই।
|
ইচ্ছেমতো অফিসে গরহাজির থাকার অভিযোগে রাজ্য সরকারের এক মাঝারি পর্যায়ের আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এক সরকারি মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেন, ওই আধিকারিক যুবকল্যাণ দফতরে সেকশন অফিসারের পদে আছেন। গত কয়েক বছরে তাঁর ইচ্ছেমতো অফিস কামাই করার খতিয়ান দেখে দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হবে। বিভিন্ন সরকারি দফতরে নিয়মবহির্ভূত ভাবে গরহাজির থাকার ঘটনা বিরল নয়। কিন্তু তার জেরে কোনও আধিকারিককে সাসপেন্ড করার নজিরবিহীন নির্দেশে কর্মী-মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। |